পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির এই অভিযানে ৯১টি মামলায় এক লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একটি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ ও সাতটি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।
গতকাল সোমবার সকাল থেকে রেডিও কলোনি, সাভার, পল্টন, শাহআলী, মিরপুর, কোবা মসজিদ, মানিক মিয়া অ্যাভিনিউ, কলেজ গেট, মোহাম্মদপুর, উত্তরা এবং চট্টগ্রাম মহানগরীর তিন পোলের মাথা, বহদ্দারহাট ও নতুন ব্রিজ এলাকায় এসব আদালত পরিচালিত হয়।
বিআরটিএ’র উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক জানান, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফেরদৌস ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রেডিও কলোনি ও সাভার এলাকায় অভিযান পরিচালনা করে ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া ৩টি মোটরযানের কাগজপত্র জব্দ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর আদালত শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত কোবা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এসময়ে একটি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীনের ভ্রাম্যমাণ আদালত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের আদালত কলেজ গেট ও মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এসময় ৩টি মোটরযানের কাগজপত্র জব্দ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবের আলমের আদালত উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।