Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

চয়েজ রহমানের জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

আন্তর্জাতিক মাদক চোরাকারবারীর সদস্য হিসেবে পরিচিত চয়েজ রহমানের জামিন স্থগিত করেছেন চেম্বার কোর্ট। এর আগে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। এ আদেশের বিরুদ্ধে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার আপিল বিভাগের চেম্বার জাস্টিস মো.নূরুজ্জামান তা স্থগিত করেন। চয়েজ রহমান দেশ-বিদেশ থেকে কোকেন ও হেরোইন সংগ্রহ এবং মজুদ করার মামলায় একবছর ধরে কারাগারে রয়েছেন। আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। তিনি জানান, ৩০২.৩৫৯ কেজি হেরোইন এবং ৫.২৯৮ কেজি কোকেন দেশ-বিদেশ থেকে সংগ্রহ/মজুদের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ১২ জানুয়ারি সিআইডি এ মামলা করে। এ মামলায় ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট চয়েজ রহমানকে জামিন দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে আবেদন করে। গতকাল শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। চয়েজ রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল।
#

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ