Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে বিএসএফের গরু পাচারের চাঞ্চল্যকর তথ্যে ফেসবুকে তোলপাড়

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৯:৫১ পিএম

বাংলাদেশ-ভারত সীমান্তে গরু পাচারে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ) সরাসরি জড়িত- ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশিরা। সীমান্ত হত্যা নিয়ে সবচেয়ে বিতর্কিত এই বাহিনীর কর্মকর্তারা পাচারে জড়িত থাকায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সব সচেতন নাগরিক। বিএসএফ সীমান্তে পাচারে জড়িত থেকে উলটো চোরাচালানের অভিযোগ তুলে বাংলাদেশিদের পাখির মতো নির্বিচারে হত্যা করায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে ফেসবুকে।

ভারতের সীমান্ত দিয়ে গরুপাচার চক্রে বিএসএফ কর্মকর্তারা কীভাবে ও কতটা জড়িত ছিলেন তা নিয়ে সিবিআই এর তদন্ত ক্রমশ বিস্তৃত হচ্ছে। ওই পাচার চক্রে বাহিনীর বেশ কয়েকজন পদস্থ প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা, রাজনৈতিক নেতা, কাস্টমস ও পুলিশের একাংশের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ফেসবুকে মেহেদী হাসান সুমন লিখেছেন, ‘‘ভারত বলে এসেছে বাংলাদেশ সীমান্তে চোরাচালান ঠেকাতেই তাদের গুলি চালাতে হয় এবং সেজন্যই বাংলাদেশী নাগরিক মারা যায়। অথচ ভারত সরকারের সিবিআই তদন্তে পেয়েছে, বিএসএফ-ই সীমান্তে গরু চোরাচালানে যুক্ত। বিএসএফ তাদের পাপ ঢাকতে নিরপরাধ বাংলাদেশীদের চোরাচালানকারী অপবাদ দিয়ে নিয়মিত খুন করে।’’

মোঃ শোহেল আরমান লিখেছেন, ‘‘বাংলাদেশের সাথে ভারতের যতটুকু সীমান্ত রয়েছে তার পুরোটাই ভারতের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া দেয়া, আর তাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন থাকে। শুধুমাত্র গরু নয়, মাদক সহ সকল প্রকারের পাচারের সাথে বিএসএফ অবশ্যই অবশ্যই জড়িত থাকে, তা না হলে স্মাগলারদের বাপেরো ক্ষমতা নাই কোন কিছু পাচার করে।’’

জসিম উদ্দীন আহমাদ লিখেছেন, ‘‘সীমান্তে গরু পাচার ও নিরীহ মানুষ হত্যায় বিএসএফ একা দোষী নয় সাথে বাংলাদেশের ক্ষমতা লোভী মুখে খুলুক আঠা সরকারও সমান দায়ী, এরা কখনো জোরালো প্রতিবাদ করেনি, বাংলাদেশের মানুষ একদিনে ভারত বিরোধী হয়ে উঠেনি। আর ভারতীয়রা যতই গোরক্ষা কমিটি করে নিজ দেশের মুসলিমদের হত্যা করুক কিন্তু গোমাংস রপ্তানিতে বিশ্বে ১ নাম্বার বা ২ নাম্বারে আছে। আর বিএসএফ বাংলাদেশ সীমান্তে গরু পাচার আড়াল করতে ও নিজেদের দোষ ঢাকতে নিরীহ শত শত মানুষ মেরেছে যার একটারও বিচার হয়নি।’’


হৃদয় খান লিখেছেন, ‘‘কথায় আছে বোয়ালের আন্ডা বোয়ালে গালাই' কিছু দিন পূর্বে বিএসএফ গরু পাচারের জন্য বিজিবিকে দায়ী করে ছিল। এখন দেখা যাচ্ছে বিএসএফই পাচারের সাথে জড়িত। চোরের মার বড় গলা।’’

শামীমা আখতার দিপা লিখেছেন, ‘‘সকল সময় বাংলাদেশের সাধারণ মানুষেরকে দোষারোপ করে নির্মমভাবে হত্যা করা হয় এর তীব্র নিন্দা জানাই, যে সকল ব্যক্তি ভারত অথবা বাংলাদেশের হোক উপযুক্ত শাস্তির আওতায় আনা দরকার।’’

ফরিদুর রহমান লিখেছেন, ‘‘এটা তারা আজকাল জানল অথচ আমরা কম করে হলেও দশ বারো বছর আগে জানতে পেরেছি কিন্তু তারা আজ জানল তার মানে তারা অনেক পিছিয়ে ছিল বলেই সীমান্তে শুধুই বাংলাদেশীদের দোষারুপ করে অহেতুক কারণে হত্যাকান্ড ঘঠিয়েছিল।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ