Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে নারীদের ইজ্জতও নিরাপদ নয়

পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৭:৫২ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগ প্রমাণ করলো দেশে নারীর ইজ্জতও আজ নিরাপদ নয়। তিনি বলেন, সরকারের উচিত মানুষের জান-মাল, নারীর ইজ্জত আব্রুর নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে সরকার দলীয় ছাত্রলীগের সন্ত্রাসী ও লম্পটদের হাতে নারীর ইজ্জত ভুলুন্ঠিত হচ্ছে। অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাদের দ্রুত গ্রেফতার করতে হবে।
পীর সাহেব চরমোনাই বলেন, করোনা পরিস্থিতির কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও ছাত্রাবাস কীভাবে খোলা রাখা হলো তা জানতে চায় দেশবাসী। সিলেটের ঘটনাসহ সারাদেশ ব্যাপী সব ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তিনি। আজ শনিবার বাদ যোহর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, আলহাজ খন্দকার গোলাম মাওলা, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের ও আলহাজ আমিনুল ইসলাম, প্রকৌশলী আশরাফুল আলম, কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আবদুল কাইয়ূুম, মুফতি দেলোয়ার হোসেন সাকী, মাওলানা লোকমান হোসেন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, আলহাজ মনির হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মুফতী নূরুল করীম, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, আলহাজ জান্নাতুল ইসলাম, এডভোকেট লুৎফর রহমান, এডভোকেট শওকত আলী হাওলাদার, মুফতী হেমায়েতুল্লাহ, জিএম রুহুল আমিন, বরকত উল্লাহ লতিফ, সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা সৈয়দ মমতাজুল করীম মোস্তাক, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, এডভোকেট একেএম এরফান খান, মাওলানা খলিলুর রহমান।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর লক্ষ্য উদ্দেশ্য ও আপোষহীন নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি প্রফেসর ডা. মো. আক্কাস আলী গতকাল সন্ধ্যায় পীর সাহেব চরমোনাই এর হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পুরণ করে যোগ দান করেছেন। এ সময় নায়েবে আমীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ