Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৩ এএম

জমে ওঠেছে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের দিন। সেই লক্ষে গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন চেয়ারম্যান প্রার্থী ও ৪৫ জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভ‚ঁইয়া, আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, ভিপি মনির, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, শীলা রাণী পাল, সেলিনা আক্তার রীতা, ভিপি সাইফুল ইসলাম তুহিন প্রমুখ। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান শরীফ আহম্মেদ টুটুল।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি, যে প্রতীক বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে। আমি আশা করছি জনগণ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে নৌকা প্রতীকে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে।
উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ অক্টোবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ