Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্ল্ড ভিশনের ‘ঢাকা শিশু এপি’ প্রোগ্রামের সমাপনী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৯:০৫ পিএম

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্ম-এলাকা মোহাম্মদপুরে ‘ঢাকা শিশু এপি’ প্রোগ্রাম এর ৪৫ বছরের উন্নয়ন যাত্রার সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বুধবার (২৩ সেপ্টেম্বর) আসাদগেট ওয়াইডব্লিউসি এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এলাকার জনসাধারণ ও সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন গাজী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কোভিড-১৯ রেসপন্স ডিরেক্টর সাগর মারান্ডি, সিনিয়র ডিরেক্টর অপারেশন্স এন্ড প্রোগ্রাম কোয়ালিটি চন্দন জেড. গমেজ। ঢাকা সিটি ইয়ুথ ফোরামের সভাপতি মো. মাসুদ রানা নাঈম ও ফোরাম নেত্রী সাইমা দিপ্তি সঞ্চালনায় বক্তব্য রাখেন, লোটাস চিসিম, মঞ্জু মারিয়া পালমা প্রমূখ।

 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোহাম্মদপুর কর্ম-এলাকায় ১৯৭৫ সালে ত্রাণ কার্যক্রম শুরু করে, যা ১৯৭৯ সালে পারিবারিক উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে শিশুদের জীবন বিকাশের জন্য আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। পরবর্তীতে ঢাকা শিশু এলাকা উন্নয়ন কার্যক্রম (সংক্ষেপে, ঢাকা শিশু এপি) হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ৬ টি ওয়ার্ডে দরিদ্র ও হতদরিদ্র পরিবার চিহ্নিত করে সমন্বিতভাবে স্বাস্থ্য, শিক্ষা, জীবন ও জীবিকার মান উন্নয়নসহ শিশু বিকাশের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকা শিশু এপি’র উন্নয়নের সুদীর্ঘ যাত্রাটির সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সুসম্পন্ন হলো, যা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ ঢাকা শিশু এপি’র আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে।

 

প্রধান অতিথি মো. মমিন উদ্দিন বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ডে সরকারের পাশাপাশি বেসরকারী সং¯হাসমূহের অবদান অনস্বিকার্য তাদের মধ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ভূমিকা উল্লেখযোগ্য।

 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর অপারেশন্স এন্ড প্রোগ্রাম কোয়ালিটি চন্দন জেড. গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সারা বাংলাদেশে প্রায় দুই মিলিয়ন হত-দরিদ্র শিশুর কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে, যাতে তার পরিবারও সুরক্ষিত ও নিরাপদ থাকে।তিন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি

অর্থনৈতিক রিপোর্টার

পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করার প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য একজন বিনিয়োগকারীর ১০ লাখ টাকা জরিমানা এবং পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত দলের দেয়া প্রতিবেদনে উল্লেখ করা লিগ্যাসি ফুটওয়্যার, কুইন্স সাউথ টেক্সটাইল এবং বাংলাদেশ অটো কারস-এর শেয়ার লেনদেনের উদঘাটিত অনিয়ম থেকে দেখা যায়- আব্দুল কইয়ুম ও তার সহযোগী, মাইনুল হক ও সহযোগী (পদ্মা গ্লাস ও রহমত মেটাল), ড. এ কে এম কবির আহমেদ, এম সিকিউরিটিজ, লুৎফুন নেসা, আলিফ টেক্সটাইল ও মেসার্স কাইয়ুম অ্যান্ড সন্স সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৯৬-এর সেকশন ১৭(ই)(ভি) ভঙ্গ করেছে। সেই সঙ্গে এম সিকিউরিটিজ মার্জিন রুল ১৯৯৯ ভঙ্গ করেছে।

এ অপরাধের জন্য ড. এ কে এম কবির আহমেদকে ১০ লাখ টাকা জরিমানা করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি আব্দুল কাইয়ুম ও তার সহযোগী, এম সিকিউরিটিজ, লুৎফুন নেসা, আলিফ টেক্সটাইল এবং মেসার্স কাইয়ুম অ্যান্ড সন্স-কে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বাফুফে নির্বাচনকে সামনে রেখে বর্তমানে প্রচার-প্রচারণায় ব্যস্ত দুইপক্ষ। সভাপতি প্রার্থী কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ এবং সিনিয়র সহ-সভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মন জয় করতে ।

নানা প্রতিশ্রুতি নিয়ে ইতোমধ্যে দেশের কয়েকটি বিভাগে প্রচারণা চালিয়েছে সালাউদ্দিন বিরোধীরা। অন্যদিকে ইশতেহার ঘোষণার পর থেকে রাজধানীতেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সম্মিলিত পরিষদ। এ ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ক্লাবের ভোটারদের সঙ্গে বসেছিলেন সালাউদ্দিন-সালামরা। বুধবার তারা বসেছিলেন জেলার ভোটারদের সঙ্গে।

শেখ আসলাম নিজের প্যানেলের সবাইকে নিয়ে প্রচারণার ব্যস্ত সময় কাটালেও এখনো প্যানেল পরিচিতি ও ইশতেহার ঘোষণা করেননি। যদিও বুধবার সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি ও ইশতেহার ঘোষণার কথা থাকলেও তা হয়নি। এই পরিষদের নেতা সিনিয়র সহ-সভাপতি প্রার্থী আসলাম জানান, তারা ১ অক্টোবর প্যানেল পরিচিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান করবেন।

এদিকে ভোটকে সামনে রেখে দুই পক্ষের মধ্যে কিছুটা কাদা ছোঁড়াছুড়ি শুরু হওয়ায় আচারণবিধি মানতে প্রার্থীদের কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, ‘বাফুফে নির্বাচন বিধিমালার ৭(৭) ধারা অনুযায়ী নির্বাচনী প্রচারণা সংক্রান্ত বিধিসমূহ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনদিন আগে সম্মিলিত পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী আবদুস সালাম মুর্শেদী বিভিন্ন লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিপক্ষ প্রর্থিীকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। তথ্যটি নির্বাচন কমিশনের কানে পৌঁছালে তারা বিজ্ঞপ্তি জারি করে। নির্বাচনকে শতভাগ নিরপেক্ষ এবং বিতর্কমুক্ত রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ