Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সউদীতে পূর্ণোদ্যমে কাজ শুরু হবে

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫৪ পিএম

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে সউদী আরবে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ পূর্ণোদ্যমে শুরু হবে বলে প্রত্যাশা করছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের শ্রম কল্যাণ উইং। আজ রোববার কাউন্সেলর (শ্রম) মো. আমিনুল ইসলামের পাঠানো এক সার্কুলারে এমন প্রত্যাশার কথা বলা হয়েছে। সউদী আরব বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিনের পুরাতন কর্মস্থল। ২০১৬ সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সউদী সফরের মাধ্যমে অর্জিত কূটনৈতিক সফলতায় সউদী আরবে সকল ট্রেডে বাংলাদেশি কর্মীদের নিয়োগ পুনরায় উন্মুক্ত হয়। সময়ের পরিক্রমায় সউদী আরব বর্তমানে বাংলাদেশি কর্মীদের অন্যতম বৃহৎ শ্রম বাজারে পরিণত হয়েছে। সার্কুলারে বলা হয়, সউদী আরবে বাংলাদেশি কর্মীদের নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশি রিক্রুটিং এজেন্সীসমূহকে সউদী আরবের শ্রম বাজার সংক্রান্ত সার্বিক তথ্য, জেদ্দাস্থ অধিক্ষেত্রে অবস্থিত মূল নিয়োগকারী কোম্পানী, প্রতিষ্ঠানের সাথে সভা,সাক্ষাতসহ প্রয়োজনীয় সহযোগিতা কনস্যুলেট থেকে প্রদান করা হবে। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সীসমূকে নিম্নোক্ত মোবাইল নম্বর ও ই মেইলে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে +৯৬৬৫৬৬৯১৭৭২৯ । সার্কুলারে আরও বলা হয়, জেদ্দাস্থ অধিক্ষেত্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর অর্থায়নে পরিচালিত হটলাইন চালু আছে ৮০০২৪৪০০৫১, শুক্রবার, শনিবার ও অন্য কোন সরকারি ছুটি দিবস ব্যতিত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি চালু থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ