পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাত সাড়ে ১০টা। ঢাকাগামী বেপরোয়া গতিতে আসা বাসে নিচে দুমড়ে মুচড়ে ঢুকে যায় একটি মোটরসাইকেল। আর সেখানে থাকা তিন যুবকও বাসের নিচের অংশে আটকে যায়। বাসটি প্রায় আধা কিলোমিটার দূরে গেলে আটকে থাকা তিন যুবক ছিটকে পড়েন এবং আটকে থাকা বিধ্বস্ত মোটরসাইকেলে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে বাসে। তৎক্ষণাৎ যাত্রীরা বাস থেকে নেমে রক্ষা পান। তবে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আল আমিন ঠাকুরসহ ৩ জনের মৃত্যু হয়। গত শুক্রবার রাতে গোপালগঞ্জ মুকসুদপুর কলেজ মোড়ে এম মর্মান্তিক ঘটনা ঘটে। এছাড়া হাওর ভ্রমণে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-ছেলেসহ আরো তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের নিচে মোটরসাইকেল ঢুকে গেলে তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুকসুদপুর কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতরা তিনজনেই মোটরসাইকেলআরোহী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ সদর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি নৈশ কোচ মুকসুদপুর কলেজ মোড় সংলগ্ন এলাকায় এলে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেল বাসের নিচে ঢুকে যায় এবং ওই অবস্থায় মুকসুদপুর থানা অতিক্রম করে সালথা এলাকা পর্যন্ত চলে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। সংঘর্ষের পর একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। আরেকজন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর এবং গুরুতর আহত অপরজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুর্ঘটনার পরপেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এবং বাস যাত্রীদেরকে নিরাপদে সরিয়ে নেয়। বাসটির সুপারভাইজার, হেলপার ও চালক পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘাতক বাসটি বর্তমানে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পিকআপ ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাংরী এলাকায় এ দুর্ঘটনাা ঘটে। নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার ফাহাদ আলম (৩২), তার ছেলে তুরান ফাহাদ (৫) ও ফাহাদের খালা ঝর্ণা আক্তার।
আহতরা শেরপুরের শ্রীবরদী উপজেলা ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা সবাই আত্মীয়। হাওর দেখার জন্য কিশোরগঞ্জের নিকলীর দিকে যাচ্ছিলেন।নান্দাইল হাইওয়ে থানা পুলিশের ওসি মঞ্জুরুল ইসলাম বলেন, শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে যাওয়ার পথে মাইক্রোবাসটির সঙ্গে নান্দাইলের ডাংরী এলাকায় ময়মনসিংহগামী পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুরান ফাহাদ নামে শিশুটি নিহত হয়। গুরুতর অবস্থায় ফাহাদ আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। দুপুর আড়াইটার দিকে শিশু তুরান ফাহাদের খালা ঝর্ণা খাতুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরও বলেন, এ ঘটনায় আহত ছয়জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকি পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কুষ্টিয়া : কুষ্টিয়ায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৪৫ ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাটিকাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, হাফিজুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পাটিকাবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার স্ত্রী। পরে পুলিশ গিয়ে হাফিজুরের মরদেহ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর : মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। গত শুক্রবার রাতে শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম বরিশালের আগৈলঝাড়ার উত্তর সিকিপাশা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।