পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তার স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মো. মেজবাউল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে। গত বুধবার এই বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।
এর আগে গত ২ সেপ্টেম্বর দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ইউএনও ও তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়।
এরপর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অপরদিকে গত ১২ সেপ্টেম্বর তার বাবাকেও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। পরে তাকেও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেয়ে ও বাবার চিকিৎসা চলছে।
এদিকে, ওই ঘটনায় যুবলীগ নেতাসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হলেও সর্বশেষ পুলিশের তদন্ত বলছে, ইউএনও ওয়াহিদা খানমের অফিসের চতুর্থ শ্রেণির এক কর্মচারী এই হামলা চালিয়েছেন। ওই কর্মচারীর নাম মো. রবিউল ইসলাম। তাকেও পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।
দিনাজপুর থেকে মাহফুজুল হক আনার জানান, ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনার অন্যতম আসামি মালি রবিউলের সম্পর্কতা সংশ্লিষ্ট দুজন সাক্ষীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ জবানবন্দি রেকর্ডের জন্য আজ আদালতে আনা হবে। এর আগে আরো তিন জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গতকাল ঘোড়াঘাট ওসমানপুর বাজারের মুদি দোকানদার সিরাজ (২৩) ও কবিরাজ মশিউর রহমানের ছেলে অলিউল্লাকে (১০) সাক্ষীর হিসাবে জবানবন্দি গ্রহণ নেওয়া হয়েছে। ঘটনার দিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত রবিউল মুদি দোকানদার সিরাজ ও পার্শ্ববর্তী কবিরাজের দোকানে অবস্থান করছিল বলে জানিয়েছে তারা। ১১টার দিকে দোকান বন্ধ করার সময় সিরাজ রবিউলকে পরিচয় এবং কি কারণে এত রাত পর্যন্ত বসে আছে জানতে চাইলে; সে জানিয়েছিল ইউএনও অফিসে কাজ আছে। এরপর সে চলে যায়। এর আগে সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদানকারী আইয়ুব দিনাজপুর শহরের ষষ্টিতলা এলাকায় সাইকেল মেকার। সেখানে রবিউল সাইকেল রেখেই ঘোড়াঘাট গিয়েছিলো।
অপরজন মুরাদ চৌকিদার সে রবিউলকে দেখেছিল এবং শহরের মুন্সিপাড়া নিবাসী খোকন জবানবন্দিতে বলেছে; আইপিএল জুয়ার জন্য রবিউল তাকে ৪৮ হাজার ৫০০ টাকা দিয়েছিল। এদিকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেয়া রবিউলকে আজ রবিবার আদালতে নেয়া হবে। স্বেচ্ছায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিলে রেকর্ড করা হবে; নয়তো পরবর্তী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।