Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা শফীর ইন্তেকালে সামাজিক মাধ্যমে শোকের ছায়া

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৭:৫৯ পিএম

হেফাজতে ইসলামের আমির দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। দেশের কওমি শিক্ষার কিংবদন্তি এ আলেমের মৃত্যুতে দেশের আলেমসমাজ ও কওমি শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের জন্য জান্নাতের সর্বোচ্চ স্তর কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে আল্লামা শফী ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। শ্রদ্ধেয় আলেমেদ্বীনের ইন্তেকালের খবর আসার মুহূর্তেই চট্টগ্রামসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। হাটহাজারী মাদরাসায় তার ইন্তেকালের খবর পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন ছাত্র-শিক্ষকেরা।

এরআগে বিকেল সোয়া ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। আজগর আলী হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে তিনি ইন্তেকাল করেন।

ফেসবুকে শোক জানিয়ে আক্তার হোসাইন লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুকটা যেন ফেটে যাচ্ছে.. আমরা আমাদের রুহানি পিতাকে হারিয়েছি... এই শোক কিভাবে বরদাশত করবো আল্লাহই জানে। আল্লাহ যেন উনার সমস্ত গোনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন।’’

হোসাইন মোহাম্মাদ লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উনার সকল দ্বীনি কাজগুলোকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা ওনার ভাল কাজ গুলো উসিলা করে উত্তম মর্যাদা দান করুক। আমীন আল্লাহুম্মা আমীন।’’

বাদল খান লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মৃত্যু সংবাদটা শুনে খুব কষ্ট পেলাম। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। আর আপনার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’’

তাসলিমা হাসান তোমা লিখেছেন, ‘‘সারাজীবন শিক্ষকতা করেছেন যাদের নিজের সন্তানের মতো মানুষ করেছেন আজ তারা এমন আচরণ হুজুরের সাথে করেছেন তা মেনে নিতে কষ্ট হচ্ছে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।’’

মোঃ আহসান উল্লাহ লিখেছেন, ‘‘বড়রা বড়ই রয়ে গেলেন আমরা পাতিগুলো ঝামেলা পাকিয়ে গেলাম। আল্লামা আহমদ শফী (রহঃ) গতকাল পদত্যাগ করলেন আর আজ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উত্তম মাকাম দান করিও।আমিন।’’

মো রিয়াদুল হাসান লিখেছেন, ‘‘তার সারাটি জীবন ইসলামের খেদমতে নিজেকে উৎসর্গ করেছেন।আল্লাহ্ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।আমিন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ