Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসরাইলের সাথে শান্তি চুক্তি : মজলুম ফিলিস্তিনীদের সাথে চরম বিশ্বাসঘাতকতা

খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৭:০৯ পিএম

মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরাইলের সাথে আমেরিকার দুতিয়ালীতে আরব আমিরাত ও বাহরাইনের সম্পাদিত তথাকথিক শান্তি চুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে আবর রাষ্ট্র সংযুক্ত আবর আমিরাত ও বাহরাইনের চুক্তি মজলুম ফিলিস্তিনীদের সাথে বিশ^াসঘাতকতার শামিল। ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ফিলিস্তিনীদের ন্যায়সংগত সংগ্রামের প্রতি পিছন থেকে ছুরিকাঘাত করেছে আমীরাত ও বাহরাইনের শাসক গোষ্ঠী। এ চুক্তি ফিলিস্তিনীদের অধিকার আদায়ের সংগ্রামে নিহত ফিলিস্তিনের লাখো শহীদের রক্তের সাথে আমীরাত ও বাহরাইনের শাসকদের চরম বিশ^াসঘাতকতার বহি:প্রকাশ। ইহুদীবাদী ইসরাইলের বর্বরতার শিকার ফিলিস্তনীরা নিজ আবাসভূমি থেকে বিতাড়িত। অবৈধভাবে ফিলিস্তিনীদের ভূমি দখল করে হত্যা, জুলুম নির্যাতন চালাচ্ছে ইহুদীবাদী ইসরাইলী বাহিনী। এ চুক্তি শুধু ফিলিস্তিনী জনগণকেই নয় সমগ্র মুসলিম উম্মাহকে চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। বিবৃতিতে নেতৃদ্বয় ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলের সাথে আরব আমিরাত ও বাহরাইনের তথাকথিক চুক্তি বাতিলের দাবি জানান এবং ফিলিস্তিনীদের স্বাধীনতা সংগ্রামকে সফল করে ইহুদীবাদী ইসরাইলে হাতে থেকে মুসলামনদের প্রথম কিবলা জেরুজালেম মুক্ত করার জন্য বিশ^ মুসলিমকে ঐক্যবদ্ধভাব সংগ্রামে ঝাপিয়ে পরার আহ্বান জানান। একই সাথে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরাইলের সাথে আরব আমীরাত ও বাহরাইনের তথাকথিক শান্তি চুক্তি প্রত্যাখ্যান করার ঘোষণা প্রদানের দাবি জানান।



 

Show all comments
  • Md omarfaruk ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৬ পিএম says : 0
    হুজুরের কতার সঙ্গে একমত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ