Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ চিকিৎসককে চাকরি থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৮ পিএম

পরিবার পরিকল্পনা অধিদফতরের অধীনে কর্মরত ২৫ চিকিৎসকের স্বেচ্ছায় পদত্যাগপত্র গ্রহণ করে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাঁদের একজন ছাড়া বাকি সবাই ৩৯তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদফতরাধীন নি¤œবর্ণিত কর্মকর্তারা সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা-৫৩ মোতাবেক দাখিলকৃত স্বেচ্ছায় ইস্তফাপত্র গ্রহণপূর্বক উল্লেখিত শর্তে তাদের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।

শর্তাবলীতে বলা হয়েছে, পদত্যাগ করা কর্মকর্তাদের সরকারি চাকুরির বয়স ২৫ বছর না হওয়ায় তারা বিধি মোতাবেক আর্থিক সুবিধা পাবেন না। তবে সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ পাবেন। উল্লেখিত কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো অডিট আপত্তি পাওয়া গেলে এর দায় তিনি অথবা তার অবর্তমানে বৈধ ওয়ারিশরা বহন করতে বাধ্য হবেন। এছাড়াও সরকারের অন্য সংস্থাপনে যোগদানের ক্ষেত্রে তাঁদের চাকরিকাল ও বেতন বিধি মোতাবেক সংরক্ষিত হবে।

প্রেসিডেন্টের আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এ আদেশের অনুলিপি প্রতিরক্ষা সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য শিক্ষা সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ