Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক কাউন্সিলর নোবেলের আরও ৮০ লাখ টাকা জব্দ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেলের এবার ৮০ লাখ টাকা জব্দ করেছে দুদক। গতকাল দুপুর ১২টায় দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে দুদক এর একটি টিম অভিযান চালিয়ে এসব টাকা জব্দ করা হয়। ডাক বিভাগ কক্সবাজার শাখায় টাকাগুলো ওই কাউন্সিলর সঞ্চয় করে রেখেছিলেন বলে জানা গেছে ।

এর আগে গত ১ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলার অনুসন্ধানে জাবেদ কায়সার নোবেলের নামীয় বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক কক্সবাজার শাখায় ২০ কোটির বেশি টাকা জব্দ করে দুদক। ভূমি অধিগ্রহণ শাখায় কথিত মধ্যস্থতার নামে অবৈধ উপায়ে এসব টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। তাই নোবেলের নামীয় এসব ব্যাংক হিসাব জব্দ বা টাকাগুলো জব্দ দেখানো হয়েছে।

গত সপ্তাহে দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে ভূমি অধিগ্রহণ শাখার দালাল সিন্ডিকেট প্রধান নোবেল, কয়েকজন সাংবাদিকসহ ১৭ জনের সম্পদের হিসাব বিবরণী চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি দেয় দুদক। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদেরকে ওই দালালদের ২০ থেকে ৩০% হারে কমিশন দিয়ে অধিগ্রহণের টাকা আদায় করতে হয়। নয়ত মামলায় ফেলে বছরের পর বছর ধরে হয়রানি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ