পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এশিয়া মহাদেশের কুরআন শিক্ষার সর্ববৃহৎ সংগঠন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর তাড়াইল উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গঠিত এ কমিটি আজ রোববার হুফ্ফাজের কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা শুয়াইব আবদুর রউফ অনুমোদন করেছেন।
গঠিত এ কমিটিতে উপজেলার বেলংকা গ্রামের দারুল উলুম হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ আমিনুল ইসলাম খান সভাপতি, তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এমদাদুল্লাহ্ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মসজিদে মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা ফয়জুদ্দীনের সভাপতিত্বে এবং হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারী মাওলানা হাশিম উদ্দিনের পরিচালনায় উপজেলার প্রায় অর্ধশত মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক ও মুহতামিমদের উপস্থিতিতে এক বিশেষ পরামর্শ সভায় এ কমিটি গঠিত হয়।
ওই সভায় ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। এতে হাফেজ মাওলানা শামসুজ্জামান ও হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্ সহ সভাপতি, হাফেজ মাওলানা আবু বকর ছিদ্দিক যুগ্ম সম্পাদক, হাফেজ মাওলানা হাসান আহমদ অর্থ সম্পাদক, হাফেজ জাকির হোসাইন দপ্তর সম্পাদক, হাফেজ মুসলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা সলিমুল্লাহ্ তাসাব্বুর প্রচার সম্পাদক, হাফেজ মাওলানা রুহুল আমিন শিক্ষা সম্পাদক এবং হাফেজ আলমগীর হোসাইন, হাফেজ তোফাজ্জ্বল হোসাইন, হাফেজ মাসুমবিল্লাহ্, হাফেজ আইনুদ্দিন ও হাফেজ নোমান নির্বাহী সদস্য নির্বাচিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।