Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআই সভাপতির জাতির জনকের প্রতি শ্রদ্ধা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৬:২৩ পিএম

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মনোনীত হওয়া উপলক্ষ্যে রোববার (১৩ সেপ্টেম্বর) ধানম-ি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর বর্তমান সহ সভাপতি সিদ্দিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম; এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দীন; সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআই-এর সহ সভাপতি রেজাউল করিম রেজনু, মো. কোহিনূর ইসলাম, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. তাবারাকুল তোসাদ্দেক হুসেইন খান টিটো এবং এফবিসিসিআই’র পরিচালক মো. মেহেদী আলী।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে শেখ ফজলে ফাহিম বলেন, রাজনীতি ও অর্থনীতি একই মুদ্রার এপিঠ-ওপিঠ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০২০-২০৪১’- এর রাজনৈতিক-অর্থনৈতিক পরিকল্পনার সুফলগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান। দেশের তৈরি পোশাক শিল্প খাতে সেবা প্রদানকালে বাণিজ্য সহায়তা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আয় এবং বহুমুখী প্রভাব সৃষ্টি সহ নানান অর্থনৈতিক প্রচেষ্টার মাধ্যমে একজন অভিজ্ঞ উদ্যোক্তা হিসাবে মো. সিদ্দিকুর রহমান সমাজে বিশেষ অবদান রেখেছেন।

তিনি বলেন, আমাদের দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর সহ-সভাপতি হিসেবে তিনি কুটির শিল্প, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (সিএমএসএমই) ও অর্থনীতির অন্যান্য বড় খাতগুলোকে বাণিজ্য সহায়তা প্রদান, সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর ভিশন ২০২১-২০৪১, এলডিসি ২০২৩, এসডিজি ২০৩০, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করা, অর্থনীতিকে বৈচিত্র্যময় করা, ব্যবসা করা সহজতর করাসহ আরও অনেক কিছু নিয়ে কাজ করে যাচ্ছেন। সিদ্দিকুর রহমানের নতুন দায়িত্ব গ্রহণ এফবিসিসিআইসহ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য একটি সুসংবাদ। তার নতুন দায়িত্ব গ্রহণ স্টেকহোল্ডারদের সম্পৃক্ততাকে দৃঢ় করতে এবং আমাদের জাতীয় রাজনৈতিক-অর্থনৈতিক লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, আ.লীগ আমাদের দেশের প্রাচীনতম রাজনৈতিক দল, যে দলে সকল পেশার প্রতিনিধিত্ব রয়েছে। তরুণ প্রজন্মকে ভবিষ্যতে রাজনীতিতে অবদান রাখার জন্য দায়িত্ব ও নীতি নিয়ে তাদের ক্যারিয়ার গড়তে হবে।

এফবিসিসিআই-এর সহ সভাপতি সিদ্দিকুর রহমান ১৫ আগস্টের শহীদদের প্রতি শোক প্রকাশ ও নতুন দায়িত্ব গ্রহণে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আমার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ব, বেসরকারী খাত এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য সমন্বয় করে কাজ করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ