Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সকালে ঘুম থেকে উঠে আগে জায়নামাজ খুঁজি

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএনওর ওপর হামলার পেছনে কারা, বের করা হবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা না করতে এমপিদের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ এএম

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ঘুম থেকে উঠে আমি জায়নামাজ খুঁজি। সকালে উঠেই আগে নামাজ পড়ি। নামাজ পড়ার পরে কোরআন তেলওয়াত করি। তারপর এক কাপ চা নিজে বানাই। আমার সকালের চা-টা নিজে বানিয়েই খাই। চা বানাই, কফি বানাই যা বানাই নিজে বানিয়েই খাই। আমার ছোট বোন থাকলে আমার ছোট বোন আর আমি, যে আগে উঠে সে বানায়। এখন আমার মেয়ে পুতুল আছে, যে ঘুম থেকে আগে উঠে সে-ই বানায়। আমরা নিজেরাই করে খাই। তার আগে বিছানা থেকে নামার সাথে সাথে নিজের বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে। এরপর বই পড়ি। তবে আর একটা কাজ করি এখন, গণভবনে একটা লেক আছে। সেখানে যখন হাঁটতে যাই, হেঁটে যখন লেকের পাশে বসি তখন ছিপ নিয়ে বসি। মাছও ধরি। গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিএনপির এমপি হারুন-অর-রশিদের করা এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অপরাধের সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। কাউকে কোনোক্রমেই ছাড় দেয়া হবে না। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার বিচার হবে জানিয়ে এমপিদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, এমপিদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। অপরাধ যে করে এবং অপরাধীকে যারা রক্ষা করে সমানভাবে তারা দোষী। শেখ হাসিনা বলেন, ইতোমধ্যেই ইউএনওর যে ঘটনা ঘটে গেছে সেটি তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এর আসল রহস্যটা আসলে কী। বলা হচ্ছে চুরি করার জন্য সেখানে গিয়েছিল। আসলে সেখানে আরো কী কী ঘটনা থাকতে পারে সেগুলো এখন যথাযথভাবে দেখা হচ্ছে। তাকে হেলিকপ্টারে করে সাথে সাথে নিয়ে এসে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সব ধরনের ব্যবস্থাই কিন্তু আমরা গ্রহণ করেছি।

সংসদ নেতা বলেন, আমি আগেই বলেছি অপরাধী কিন্তু আমার চোখে অপরাধী। সে কোন দল, কে, কি আমি কিন্তু সেটা বিচার করি না। সেটা আপনারা দেখেছেন। আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয় তাকেও আমি ছাড়ি না, ছাড়ব না। এটিই হলো আমার নীতি এবং সেই নীতি নিয়ে আমি চলছি।

তিনি বলেন, করোনা ভাইরাসের সময়ে আমাদের প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকে আমাদের প্রশাসন, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, বিজিবি, আনসার, ভিডিপি, পুলিশ বাহিনী এবং আমাদের দলের নেতাকর্মী আমাদের ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ আন্তরিকতার সাথে মাঠে কাজ করেছে। এই কাজ করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী করোনা আক্রান্ত হয়ে গেছেন, অনেকেই মারা গেছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটার পর একটা ধাক্কা এলো। করোনা ভাইরাসের ধাক্কা সামলাতে না সামলাতে এলো ঘূর্ণিঝড় আম্পান। আম্পানে ২৪ লাখ মানুষকে আমরা সরিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেছি। এই ঝড়ের ধাক্কা না কাটতে কাটতেই এলো বন্যা। সেই বন্যা মোকাবেলা করা এবং প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা এটি কিন্তু সবাই মিলে সম্মিলিতভাবে করেছে। করার ফলে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। যারা এত আন্তরিকতার সাথে কাজ করেছে তাদের এভাবে আঘাত করা এটা তো কখনো গ্রহণযোগ্য না। আমরা কিন্তু ইতোমধ্যে অপরাধী শনাক্ত করা এবং যাদের ধরা হয়েছে তাদের পেছনে কারা আছে, সেটিও কিন্তু তদন্ত করা হচ্ছে এবং খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে। তদন্তে কোনো ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। অপরাধী ঠিকই শাস্তি পাবে।

বিএনপির সদস্য অ্যাডভোকেট হারুন অর রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, অতীত টেনে কথা বলি কেন? অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের চলার পথ নির্দিষ্ট করতে হয়। নইলে শিক্ষা হয় না। এখানে অতীত নিয়ে কথা না, একানব্বই সালের কথা আমি বলেছি, সেই ঘূর্ণিঝড়ের তিক্ত অভিজ্ঞতা। আমরা তো দেখেছি কত অবহেলার শিকার হয়েছিল এই দেশের মানুষ। ঠিক সত্তরের ঘূর্ণিঝড়ের পর যেমন মানুষ অবহেলিত ছিল। সেই সময় আমরা বিরোধী দলে থেকে আমরাই সেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। তৎকালীন সরকার তো ঘুমাচ্ছিল। আর এই পার্লামেন্টে বলেছিল যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরেনি। এটি বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্য ছিল। এটাই হলো দুর্ভাগ্য। অতীতকে স্মরণ করতে হবে, সেখান থেকে শিক্ষা নিতে হবে। তাহলে আমরা আগামী দিনে পথ চলতে পারব।
বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদার ওপর ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। বাড়ির ভেতরে ঢুকে এভাবে আক্রমণ করা বা হাতুড়ি দিয়ে পিটানো অত্যন্ত গর্হিত কাজ, এতে কোনো সন্দেহ নেই। তবে এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। একটা কথা আপনারা জানেন এই বাংলাদেশে কি ঘটনা না ঘটেছে। ’৭৫-এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘরে ঢুকেই গোটা পরিবারকে হত্যা করেছে। তিনি তো প্রেসিডেন্ট ছিলেন, তারপরও এমন নির্মম ঘটনা ঘটেছিল। সেই খুনিদের ইনডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করা হয়েছিল। এ ধরনের খুনি ক্রিমিনালদের যখন প্রশ্রয় দেয়া হয় মানসিকভাবে সেই দেশের মানুষের কি রকম চরিত্র হতে পারে সেটাও হচ্ছে বিবেচ্য বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, একথা তো বাস্তব যে বেডরুমে তো কেউ পাহারা দিতে পারে না। তারপরও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং দেশে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে সবসময় সজাগ রয়েছি। ব্যবস্থা নিচ্ছি। তিনি বলেন, একজন ইউএনওর ওপর যে ঘটনা ঘটে গেছে বা ওয়াহিদার ক্ষেত্রে যেটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। চোর ঢুকে চুরি করতে কিন্তু এভাবে একজন সরকারি কর্মচারীর ওপর কেন হামলা হলো সেটি দেখা হচ্ছে।

সংসদ নেতা বলেন, ঘটনা যে কোনো সময় ঘটতে পারে কিন্তু সেই ঘটনার সাথে সরকারের পক্ষ থেকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি কি না সেটাই হচ্ছে বড় প্রশ্ন। যখনই যেখানে যে ঘটনাই ঘটুক তার সঙ্গে যারা জড়িত যার নাম আসবে সে কে কি করে আমি সেটা দেখতে চাই না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং এটা নেব। এর বেশি আর কিছু বলার নেই।

তিনি বলেন, যে দেশে খুনিদের পুরস্কৃত করা হয়, দূতাবাসে চাকরি দিয়ে যে দেশে অন্যায়কে প্রশ্রয় দেয়া হয়েছে, সেই দেশটাকে শৃঙ্খলায় ফিরে আনা বা নিয়মমাফিক চালানো খুব কঠিন একটা দায়িত্ব। সেই দায়িত্বটা তো আমরা সরকারে আসার পর পালন করে যাচ্ছি। এই দেশে ৫০০টি বোমা হামলা হয়েছে একযোগে, প্রকাশ্যে সন্ত্রাসী অস্ত্রধারীরা অস্ত্র নিয়ে মিছিল করেছে। আস্তে আস্তে সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে মানুষের জানমাল নিরাপত্তা দেয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এত জনসংখ্যা, এত ঘনবসতির একটা দেশে খুব কঠিন এই কাজটি চালিয়ে যাওয়া। তারপরও আমরা করে যাচ্ছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা যথেষ্ট সক্রিয় আছে।
বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের করা সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, যে উদ্ধৃতি দিয়েছেন, এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া। তিনি এটা বিশ্বাস করতেন। আর তার আদর্শে অনুপ্রাণিত আমরাও সেটাই বিশ্বাস করি। আমরা ছোটবেলা থেকে সেভাবেই শিক্ষা নিয়েছি। আমার বাবার নির্দেশ ছিল রিকশাওয়ালাকে আপনি করে কথা বলতে হবে। ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে। আর কাজের লোকজন তাদের কখনো চাকর-বাকর বলা যাবে না। হুকুম দেয়া যাবে না। তাদের সাথে সম্মান করে, ভদ্রভাবে চাইতে হবে। প্রধানমন্ত্রী হতে পারি এখন বাড়িতে যে ছোট কাজের মেয়ে আছে বা যারাই আছে কারো কাছে যদি কখনো এক গ্লাস পানিও চেতে হয়, যতদূর পারি নিজে করে খাই। যদি চেতে হয় তাহলে তাদের জিজ্ঞেস করি আমাকে এটা একটু দিতে পারবে। এই শিক্ষা আমরা নিয়ে এসেছি, এটা এখনো আমরা মেনে চলি। এটা আমার বাবারই শিক্ষা, শুধু বলে গেছেন তা না সেই শিক্ষা আমাদের দিয়েও গেছেন। সেই দিক দিয়ে আমি মনে করি আমাদের সকলেরই গরিব দেখলে, ভালো পোশাক না পরলে তাকে অবহেলা করতে হবে, আমাদের কাছে সেটা না। আমাদের কাছে সকলে সমান সমাদর পায়। বরং যাদের কিছু নেই তাদের দিকে আমরা একটু বেশি নজর দেই, দৃষ্টি দেই।



 

Show all comments
  • গাজী মোহাম্মদ শাহপরান ১০ সেপ্টেম্বর, ২০২০, ২:১৮ এএম says : 10
    যিনি তিন বারের প্রধানমন্ত্রী হয়েও স্বাভাবিক জীবন যাপন মনে, প্রানে ও বাস্তবে ধারন করেন, তিনি আমাদের সবার প্রিয় জননেত্রী শেখ হাসিনা।
    Total Reply(0) Reply
  • আর. এন. সিনহা ১০ সেপ্টেম্বর, ২০২০, ২:১৮ এএম says : 5
    আমরা সৌভাগ্যবান যে আমাদের একজন শেখ হাসিনা আছেন। জয়তু দেশরত্ন শেখ হাসিনা।
    Total Reply(0) Reply
  • Tanin Ahmed ১০ সেপ্টেম্বর, ২০২০, ২:১৯ এএম says : 3
    বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    Total Reply(0) Reply
  • Md Jahid ১০ সেপ্টেম্বর, ২০২০, ২:২০ এএম says : 0
    ইবাদত নিজের একান্ত ব্যক্তিগত সম্পদ এটা নিয়ে পাবলিস্ট করার কিছুই নেই।
    Total Reply(1) Reply
    • Muhammad Islam ১০ সেপ্টেম্বর, ২০২০, ৩:০৪ এএম says : 0
      Very well said. ইবাদত নিজের একান্ত ব্যক্তিগত সম্পদ এটা নিয়ে পাবলিস্ট করার কিছুই নেই। ....
  • Zahid Reza ১০ সেপ্টেম্বর, ২০২০, ২:২০ এএম says : 7
    This is the family culture. I respect them.
    Total Reply(0) Reply
  • Deximpco France ১০ সেপ্টেম্বর, ২০২০, ২:২০ এএম says : 10
    অসাধারন মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শুভেচ্ছা ও অভিনন্দন ।
    Total Reply(0) Reply
  • Md Mizanur Rahman Liton ১০ সেপ্টেম্বর, ২০২০, ২:২১ এএম says : 10
    জাতির পিতার আদর্শগত শিক্ষা আমাদের সবারই পালন করা উচিত।জয় বাংলা জয় বংগবন্ধু জয় হোক শেখ হাসিনা আপার।
    Total Reply(0) Reply
  • Lipy Farjana ১০ সেপ্টেম্বর, ২০২০, ২:২১ এএম says : 4
    মাশা আল্লাহ। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। এই দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য।
    Total Reply(0) Reply
  • Md. Year Ali Shikder ১০ সেপ্টেম্বর, ২০২০, ২:২২ এএম says : 3
    বাংলার মানুষের জন্য আওয়ামী লীগ সবসময় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত " জয়তু আধুনিক বাংলার জননী বিশ্ব মানবতার নেত্রী বিশ্ব সেরা সৎ সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এগিয়ে দূর্বার সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমিন।
    Total Reply(0) Reply
  • সাঈদ, মুক্তিযোদ্ধা ১০ সেপ্টেম্বর, ২০২০, ৬:০৫ এএম says : 2
    This is our PM and daughter of our Father of The Nation. Long live Sk Hasina. We would like to see you as our PM for another term and more. Pl don't leave politics.
    Total Reply(0) Reply
  • Bishwajit Roy ১০ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪২ এএম says : 2
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগতম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১০ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪০ পিএম says : 0
    বিএনপি দলের সাংসদ অ্যাডভোকেট হারুন অর রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘অতীত টেনে কথা বলি কেন? অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের চলার পথ নির্দিষ্ট করতে হয়। নইলে শিক্ষা হয় না।‘ প্রধানমন্ত্রী সঠিক কথাই বলেছেন এটাই ইতিহাস থেকে শিক্ষা নেয়া। তাহলে এই কথার উপর একটা কথা বলার অধিকার আমার হয়েছে সেটা হচ্ছে, আমরা দেখেছি জাতীর জনক যখন দেশ চালাচ্ছিলেন সেসময়ের পুলিশ নিয়ন্ত্রিত ছিল। .............পুলিশ এটা পুলিশই বলে বেড়ায়। কাজেই ইতিহাস থেকে বা প্রধানমন্ত্রীর ভাষায় অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের চলার পথ নির্দিষ্ট করতে হয়। এই কথা মতে এখন পুলিশদেরকে সেই অতীতের জিয়া মিয়ার করা পুলিশ নিয়ন্ত্রণ আইন বাতীল করে জাতীর জনকের সময়ের মত করেই পুলিশ নিয়ন্ত্রণের আইন প্রণয়ন করা দরকার। আমরা সবাই প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ করছি তিনি যেন পুলিশদেরকে জাতীর জনকের সময়ে যেভাবে নিয়ন্ত্রিত করা হচ্ছিল সেইভাবেই আইন প্রণয় করে পুলিশদেরকে নিয়ন্ত্রণ করেন। আমিন
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১০ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪১ পিএম says : 0
    এখানে ইসলামের একটা কথা বলা দরকার সেটা হচ্ছে অহমিকা হচ্ছে পতনের লক্ষণ। এটা বলার কারণ হচ্ছে আমরা যারা নিজেদেরকে মোসলমান দাবী করি তারা অবশ্যই ঘুম থেকে উঠেই আল্লাহ্‌র নির্দেশ মতোবেক নামায আদায় করেই কাজে বের হন। যারা এই কাজটা করেননা তারা মোসলমান দাবীদার কার্যক্ষেত্রে নন। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে সত্য বুঝা, সত্য জানা, সত্য বলা, সত্যের উপর চলার ক্ষমতা প্রদান করেন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ