Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় ৮৪ চিকিৎসকের মৃত্যু বিএমএ’র শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম


করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে এ পর্যন্ত ৮৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন -বিএমএর’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করেন তারা।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ মৃত্যুবরণকারী সব চিকিৎসকের রুহের মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তাঁদের জন্য আমাদের কান্না নয়, বরং তাঁদের বীরত্বগাঁথা ও সাহসী আত্মোৎসর্গ আমাদেরকে গৌরবান্বিত করেছে এবং আগামীর দূর্গম যাত্রায় আমাদেরকে আলোর পথ দেখিয়েছে।

এছাড়াও দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসে সংক্রমিতদের চিকিৎসা সেবা দিতে গিয়ে গতকাল পর্যন্ত প্রায় ২ হাজার ৭২৩ জন চিকিৎসক, এক হাজার ৯৪৩ জন নার্স ও ৩ হাজার ২০১ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে অসুস্থ হয়েছেন। যাদের অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় চিকিৎসা সেবায় নিয়োজিত হয়েছেন। যারা এখনো অসুস্থ আছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন তাঁদের দ্রæত আরোগ্য কামনা করছে ।

এদিকে বিএমএ’র আজীবন সদস্য, রংপুর মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী (ব্যাচ-৭), ইন্সটিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনটি। বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী এক শোক বার্তায় তার আত্মার শান্তি কামনা করেন।

ডা. নির্মলেন্দুর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি গতকাল বেলা দুইটায় করোনা সংক্রমনের শিকার হয়ে রাজধানীর ডা. আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ