Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫১ পিএম

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুসী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের বীরমাতা মালেকা বেগম (৯৬)। আজ বাদ আসর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহ মাঠে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফস করা হয়েছে।

প্রধানমন্ত্রী ছাড়াও বীরমাতার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বিশিষ্টজনরা।

গত ১৮ আগস্ট সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় মালেকা বেগমকে (৯৬)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরে এয়ারঅ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকা সেনাবাহিনীর অধীনে সিএমএইচ-এ ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ