Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত ষ গ্যাসলাইনে লিকেজ পেয়েছে তিতাস

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মাটি খুঁড়ে গ্যাসলাইনে লিকেজ পাওয়া গেছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক কর্মকর্তা। এ বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে সৃষ্ট আগুনের ঘটনায় প্রচুর পরিমানে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়েছিল। বিস্ফোরণের পরপরই শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ মসজিদটির মুসুল্লিরা অক্সিজেনের বদলে এইধরণের বিষাক্ত গ্যাস গ্রহণ করেন। এছাড়া আগুনে তাদের অধিকাংশের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। একইসাথে আগুনে দগ্ধ প্রত্যেক মুসুল্লির শ্বাসনালী পুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। এসব কারণে চিকিৎসাধীন এই দগ্ধ মুসুল্লিদের বাঁচানো যাচ্ছে না। গতকাল সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একাধিক বিশেষজ্ঞ এসব কথা বলেছেন। অন্যদিকে গতকাল সকালে মো. ইমরান (৩০) নামে আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জন হল। এছাড়া মসজিদে বিস্ফোরণ ঘটনার ৩দিনের মাথায় তিতাস গ্যাস কোম্পানি ঘটনাস্থলে কাজ শুরু করেছে। সকালে তিতাসের কয়েকজন কর্মকর্তা ও সিবিএ নেতার নেতৃত্বে কাজ শুরু হয়।

গত শুক্রবার নারায়নগঞ্জের পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদের এশার নামাজ চলাকালীন বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদে নামাজ আদায়কালে প্রায় অর্ধশত মুসুল্লি আহত হন। এদেরমধ্যে দগ্ধ ৩৭ জনকে রাতেই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সস্টিটিউটে ভর্তি করা হয়। এদিন রাত সোয়া একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের নামে সাত বছর বয়সী এক শিশুর প্রথম মৃত্যু হয়। পরদিন শনিবার একদিনেই একে একে ২১ জন মুসুল্লির মৃত্যু ঘটে। রোববার আরও ৫ জন মুসুল্লির মৃত্যুর তথ্য জানান চিকিৎসকরা। সর্বশেষ গতকাল সোমবার ইমরান নামে আরও একজন মৃত্যুবরন করেন। এনিয়ে চিকিৎসাধীন ৩৭ জন দদ্ধ মুসুল্লির মধ্যে থেকে ২৭ জনেরই মারা গেলেন। বাকী ৯জন চিকিৎসাধীন রয়েছেন তাদের কেউই শঙ্কামুক্ত নন জানান চিকিৎসকরা। বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মো. মামুন (৩০) নামে একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে গতকাল বিকেলে চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, বিস্ফোরণে মামুনের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তবে তার শ্বাসনালি দগ্ধ হয়নি। তাকে ২সপ্তাহ পর আবার ফলোআপ চিকিৎসার জন্য আসতে বলা হয়েছে। এ ছাড়া কোনো সমস্যা দেখা দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- তিতাসের ফতুল্লা অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী মো. হানিফ মিয়া এবং প্রো -কর্মী মো. ইসমাইল প্রধান।

লিকেজের খোঁজে ৫ পয়েন্টে মাটি খুঁড়ে পরীক্ষা করছে তিতাস
মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাসের লাইনে লিকেজ রয়েছে কিনা তা পরীক্ষা করতে মসজিদের সামনে ও আশপাশের পাঁচটি পয়েন্টে মাটি খুঁড়ে পরীক্ষা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থলের আশেপাশে এ কাজ শুরু করেছে তিতাস কর্তৃপক্ষ। বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের লাইনে কোনো লিকেজ ছিল কিনা এবং থাকলে তা থেকে কতটুকু গ্যাস নির্গত হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করতে মাটি খুঁড়ে গ্যাস লাইনগুলো পরীক্ষা করছে তিতাস। এসময় তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে মাটি খুঁড়ে গ্যাসলাইনে দুটি ছিদ্র পাওয়া গেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।



 

Show all comments
  • Ali Syed Taslim ৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৭ এএম says : 0
    গভীর ভাবে তদন্ত করা উচিত, কাদের গাফিলতির জন্য এত মানুষের মৃত্যু হয়েছে । কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত
    Total Reply(0) Reply
  • ALmamun Ctg ৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৮ এএম says : 0
    মসজিদের দলিলে কোনো সমস্যা পাওয়াযায়নাই। সুতরাং তিতাসের কঠোর শাস্তি চাই।আর এই বিষয়টা মিডিয়া হাইলাইটস করতেছেনা কেন? এতদিনতো যত্রতত্র মসজিদ নিয়ে চুলকানি করতে দেখেছি!!!
    Total Reply(0) Reply
  • Rayhan Ahmed ৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৮ এএম says : 0
    মৃতু‍্য কখন কিবাবে আসবে তা আমারা কেহ জানিনা। তবুও বলি আল্লাহ যেনো আমাদের সভাই কে ইমানের সাথে মৃতু ্য ধান করুন । আমিন
    Total Reply(0) Reply
  • Kawsar Ctg ৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৯ এএম says : 0
    আল্লাহ তুমি আহতদের সবাইকে শেফা দান করুন । এবং যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন
    Total Reply(0) Reply
  • ছফিউল্লাহ শেরপুরি ৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৯ এএম says : 0
    আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহুমা আমিন আল্লাহ
    Total Reply(0) Reply
  • Amad Uddin ৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৯ এএম says : 0
    আল্লাহ মূত্যু মানুষ কে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ জিবিত মানুষ কে নেক হায়াত দান করুন আমিন
    Total Reply(0) Reply
  • Latiful Islam ৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৯ এএম says : 0
    জড়িতদেরকে গ্রেফতার করা হোক।এবং প্রতিটা জেলায় বার্ণ ইউনিট থাকতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ