পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গাজীপুরের কালীগঞ্জ দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব এম এ সালাম (রহঃ)’র সহধর্মিণী নুরুল আক্তার বেগম (৮৭)-এর দাফন সম্পন্ন হয়েছে। গত রোববার রাতে তিনি ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল বাদ যোহর মসজিদে গাউসুল আযম কমপ্লেক্সে মরহুমার প্রথম জানাযা এবং বাদ মাগরিব বাংলাদেশের অন্যতম ধর্মীয় বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী দুর্বাটি এম ইউ কামিল মাদরাসা সংলগ্ন দুর্বাটি দারুস সুন্নাত এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাদরাসা প্রাঙ্গণে স্বামী মাওলানা এম এ সালামের (রহ.) কবরের পাশে চির নিদ্রায় শায়িত হন। মরহুমার ইন্তেকালে স্থানীয় এমপি মেহের আফরোজ চুমকি, দুর্বাটি এম ইউ কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল ড. মাওলানা মো. নজরুল ইসলাম আল-মারুফ, বর্তমান প্রিন্সিপাল ড. মো. রুহুল আমিন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান গভীর শোক প্রকাশ করেছেন। এ সময় মরহুমার রূহের মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুমা নুরুল আক্তার বেগম বাংলাদেশের অন্যতম ধর্মীয় বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুর, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিনের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা এম এ সালাম (রহ.) স্ত্রী ও মাদরাসার বর্তমান সভাপতি এবং এতিমখানার সেক্রেটারী মাওলানা আবু নায়েম মো. মুস্তাফিজুর রহমানের আম্মা। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।