পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পেঁয়াজের বাজারে দাম বৃদ্ধির লাগাম টানতে এবার খুচরা বাজারে অভিযান চালিয়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার আগ্রাবাদের চৌমুহনী বাজার ও ২ নং গেইটের কর্ণফুলী মার্কেটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ও মো. উমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কর্ণফুলী মার্কেটের হাজা স্টোরকে ২০০০ টাকা, নিউ বিসমিল্লাহ স্টোরকে ২০০০ টাকা, কাশেম স্টোরকে ২০০০ টাকা, হাজী স্টোরকে ১০০০ টাকা ও চোমুহনী মার্কেটের নুরে মদীনা স্টোরকে ২০০০ টাকা, সাগর স্টোরকে ২০০০ টাকা, মিলন স্টোরকে ১০০০ টাকা, আরিফুল স্টোরকে ১০০০ টাকা, আলাউদ্দিন স্টোরকে ১০০০ টাকা অর্থদন্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, খুচরা বাজারে দেখা যায় কম দামে পেঁয়াজ কেনা হলেও কেজি প্রতি পেঁয়াজ ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি করছে। ম্যাজিস্ট্রেট দেখে অনেক দোকানী সাটানো মূল্য তালিকায় দাম কমিয়ে ঘষা মাঝা করে লিখতে দেখা যায়। এমনকি অনেক দোকানে মূল্য তালিকা নেই। তারা নিজেদের মতো করে দাম নির্ধারণ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।