Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামতীর পীর মাওলানা আব্দুল হালীম ছিলেন মোখলেছ আলেমেদ্বীন

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৯ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, কুমিল্লার ধামতী আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল ও ধামতীর পীর সাহেব মরহুম মাওলানা আব্দুল হালীম ছিলেন একজন মোখলেছ আলেমেদ্বীন, নির্লোভ শিক্ষাবিদ ও আদর্শ মানুষ গড়ার দক্ষ কারিগর। তিনি সারা জীবন কোরআন সুন্নাহর খেদমত ও আত্মশুদ্ধির মাধ্যমে অসংখ্য সুশিক্ষিত ও আদর্শ নাগরিক তৈরি করে গেছেন। মরহুম মাওলানা আব্দুল হালীমের মেহনতে অগনিত মানুষ পাপের পথ ছেড়ে ইসলামের সঠিক পথের সন্ধান পেয়েছেন। কুরআন হাদিস প্রচার প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও কুরবানি জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে জাতি একজন মুখলেস, দ্বীনের পথ প্রদর্শককে হারালো।
আজ সোমবার বিকেলে কামরাঙ্গীরচর মাদরাসায় ধামতীর পীর মরহুম মাওলানা আব্দুল হালীমের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা রুহুল আমীন, হাফেজ আবুল কাশেম রায়পুরী ও মাওলানা সাইফুল ইসলাম জামালী । দোয়া মাহফিলে মাওলানা আব্দুল হালীম পীর সাহেব ধামতীর রূহের মাগফিরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করে মহান আল্লাহ তা‘য়ালার দরবারে দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ