পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আল হাইআতুল উলয়া লিল জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে ও তত্ত্বাবধানে আগামী ২০ সেপ্টেম্বর রোববার থেকে সারাদেশে শুরু হচ্ছে কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদীসের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার। পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ২৮টি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ১৯২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয় ১০ টি। মোট নম্বর ১০০০ (এক হাজার)। পরীক্ষার্থী ছাত্র ছাত্রীর সংখ্যা ২২ হাজার ৩৪২। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং ১২টায় শেষ হবে। শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বেলা ১১টায়। ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিন যথাক্রমে বুখারী শরীফ ২, আবু দাঊদ শরীফ, তিরমিযী শরীফ ১, মুসলিম শরীফ ১, বুখারী শরীফ ১, মুসলিম শরীফ ২, তিরমিযী শরীফ ২ ও শামায়েলে তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তহাবী শরীফ ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতির কারণে ১৪৪১ হিজরী ২০২০ সালের দাওরায়ে হাদীস পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর ২০ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ জন্য আল হাইআতুল উলয়া লিল জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ দেশবাসীর নিকট বিশেষভাবে দোয়া প্রার্থী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।