Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচন হবে মানুষের অধিকার আদায়ের নির্বাচন

নরসিংদীতে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম তালুকদার বলেছেন, আগামী নির্বাচন হবে মানুষের অধিকার আদায়ের নির্বাচন। এজন্য দলকে সাংগঠনিকভাবে আরও প্রস্তুতি নিতে হবে। সংগঠনকে আরও মজবুত ও আল্লাহ ভীরু বাড়াতে হবে।
তিনি গত শুক্রবার রাতে নরসিংদী ভেলানগর আইএবি ভবনে ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখা আয়োজিত থানা দায়িত্বশীলদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হুসাইন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী, সেক্রেটারী আশরাফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ