Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়নবীর (সা.) শানে অবমাননার ধৃষ্টতা প্রতিহত করতে হবে

মানববন্ধনে বিশ্ব সুন্নী আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ৬:১০ পিএম | আপডেট : ৬:১১ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০২০

নেতৃবৃন্দ বলেন, সত্যের বিরুদ্ধে এবং মুমিনদের জীবন ও হৃদয়ের উপর চরম ও নিকৃষ্টতম আঘাত হলো প্রাণাধিক প্রিয়নবী (সা.) এর শানে অবমাননা ও বেয়াদবি ধৃষ্টতা।
নেতৃবৃন্দ বলেন, মানবতার মুক্তিদাতা ও সকল কল্যাণের উৎস মহান রাসুল (সা.) এর বিরুদ্ধে সকল অবমাননা সত্য ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। তাঁরা আরো বলেন, প্রাণের বিনিময়ে হলেও সত্য ও মুক্তির উৎস আল্লাহ তা’য়ালার মহান রাসুল (সা.) এর বিরুদ্ধে কুফরি ধৃষ্টতা প্রতিহত করবো।
নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন ইসলাম বিরোধীরা ও মানবতাবিরোধী অপশক্তি শানে রেসালাতের বিরুদ্ধে বেয়াদবি ও অবমাননা করে চলছে। তাই এসব বন্ধ করতে মানবতায় বিশ্বাসী সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
ফ্রান্সের একটি পত্রিকায় সত্য ও মানবতার মুক্তির উৎস রাসুল (সা.) এর ব্যঙ্গচিত্র অবমাননার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আবু আবরার চিস্তি, আওয়াল কাদেরী, শেখ হানিফ, মাইনুল বারী, মাওলানা গোলাম সাদেক, মারুফ উদ্দিন শোভন, অ্যাডভোকেট মাইনুদ্দিন টিটু, অধ্যাপক মোকাররম হোসেন, আশরাফুল আলম, অ্যাডভোকেট শারমিন সুলতানা ও অ্যাডভোকেট তানিয়া তানজীম। নেতৃবৃন্দ বলেন, শানে রেসালাতে বিরুদ্ধে ধৃষ্টতা, বিভিন্ন স্থানে মুসলিম ও মানবতার অবর্ণনীয় দুরাবস্থা ধ্বংসাত্মক অবস্থা, হামলা উৎখাত হত্যাকান্ড, মসজিদ ও মাজার শরীফসমূহ ও ঈমানী কর্মসূচিতে হামলার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।



 

Show all comments
  • Shah Akramuzzaman ৫ সেপ্টেম্বর, ২০২০, ৮:০২ পিএম says : 0
    যেখানেই মানবতার বিপর্যয়, সেখানেই বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিবাদ প্রতিহতের ডাক।
    Total Reply(0) Reply
  • Shah Akramuzzaman ৫ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৩ পিএম says : 0
    যেখানেই মানবতার বিপর্যয়, সেখানেই বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিবাদ প্রতিহতের ডাক।
    Total Reply(0) Reply
  • Abdullah ৫ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৭ পিএম says : 0
    আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সা:) কে আমরা মুসলমানেরা নিজের চেয়েও বেশি ভালবাসি। নিজের প্রাণের বিনিময়ে হলেও আমরা তাঁর সম্মান ও মর্যাদা রক্ষা করবোই ইংশাআল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ