পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছুটির দিনেও সড়কে থেমে নেই মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সড়কে প্রাণ হারালেন ৯ জন। এদের মধ্যে ঢাকার নবাবগঞ্জে ৩, সিলেটে ২, মাদারীপুর, নেত্রকোনা, সীতাকুন্ড ও ফেনীতে একজন করে। এসময় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বিকেল ৫টার দিকে ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা-নিশিকান্দা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে এন মল্লিক পরিবহনের একটি বাস বান্দুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সিএনজি চালিত অটোরিকশা চালক দুজন যাত্রী নিয়ে বান্দুরার দিকে আসছিল। নিশিকান্দা ব্রিজের ঢালে এলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক (৩৮) ও এক পুরুষ যাত্রী (৩৬) নিহত হন। ৩৫ বছর বয়সী এক নারী যাত্রীকে আহতাবস্থায় স্থানীয়রা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুরের রাজৈরর উপজেলার কালিবাড়ি নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল বিকাল ৪টার দিকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি দ্রুত গামী যাত্রবাহী বাসের সামনের চাকা ে ফটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । এসময় অজ্ঞাত নামা (৩২) এক যুবক নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১৫ জন যাত্রী । মারাত্মক আহত ৫ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, হ্যান্ডট্রলি ও মোটর সাইকেল সংঘর্ষে লিটন চন্দ্র দে (৩৮) নামক এক ঔষধ ব্যবসায়ী নিহত এবং অপর আরোহী মোমেন মিয়া আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া বাজারের পাশে। নিহত লিটন চন্দ্র দে কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের রতন চন্দ্র দের ছেলে।
সীতাকুন্ড (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রাক চাপায় দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক সীতাকুন্ড প্রতিনিধি মো. নজরুল ইসলামের পিতা মো. রুহুল আমিন(৭০) নিহত হয়েছেন। গতকাল সকাল আনুমানিক ১১টার দিকে এঘটনা ঘটে।
সিলেট : সিলেটে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দাদি ও নাতি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে পুলিশ। তবে বাসচালক পালিয়ে গেছেন। নিহতরা হলেন- দক্ষিণ সুরমার দাউদপুর গাঙপার গ্রামের আহমদ আলীর ছেলে রাহাত আহমদ (৭) ও তার দাদি বিবিজান বেগম (৬৫)। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফেনী : ফেনীর দাগনভূঞা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনুস (৩৫) নামে এক মোটরসাইকেলারোহী নিহত হয়েছেন। তিনি এনজিও সংস্থা কোস্ট ট্রাস্টের ফেনী সদর উপজেলার দায়িত্বে ছিলেন। নিহত ইউনুস চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে। গত বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকেরবাজার এলাকায় এ দুঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।