Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিজন ভ্যানে ওসি প্রদীপের কথিত ফোনালাপের ভিডিও ভাইরাল, সমালোচনায় তোলপাড়

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪১ পিএম | আপডেট : ১০:২২ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে রিমান্ডে থাকা মামলার প্রধান আসামী লিয়াকত আলী ও আরেক আসামী বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের কথিত ফোনালাপের একটি ভিডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ধারণ করা ওই ভিডিওতে প্রিজন ভ্যানে বসে মোবাইল ফোনে তাদের র‍্যাবের হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করতে দেখা যাচ্ছে।

সম্প্রতি কক্সবাজার আদালত থেকে কারাগারে নেওয়ার পথে লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাশের ফোনালাপের একাধিক ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিওগুলোতে তারা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নালিশের সুরে এসব অভিযোগ করেন।

এদিকে, ভিডিওগুলো প্রকাশ করায় সমালোচনায় তোলপাড় চলছে। রিমান্ডে থাকা চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলার আসামীরা কিভাবে প্রিজন ভ্যানে বসে মোবাইলে কথা বলার সুযোগ পেলেন এবং সেই ভিডিওই বা কারা ধারণ করলেন?- তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সামাজিক মাধ্যমে কেউ কেউ বলছেন, মানুষের সহানুভূতি পেতে পরিকল্পিতভাবে ফোনালাপের নাটক সাজিয়ে ভিডিওগুলো ধারণ এবং প্রকাশ করা হয়েছে।

ফেসবুকে ইয়ার মোহাম্মাদ লিখেছেন, ‘‘এইটা একটা সাজানো নাটক। সবাইর চোখ ফাঁকি দিচ্ছে ইমোশনাল মাল্টি ট্যালেন্ট পরিকল্পনা করে।যদি ওদের এতটাই শাস্তি দিতো,তাহলে মোবাইলে কারাগারের ভিতর কিভাবে কথা বলে, আর ওদের দেইখা বা কথা শুনে মনে হচ্ছে না যে ওদের উপর ট্রর্চার করা হয়েছে,! এইটা শিখানো একটা অভিনয় শুধু মাত্র। ভিডিওটা ভাল করে দেখলেই সকলে বুঝতে পারবেন।’’

আব্দুল্লাহ আল-মামুন লিখেছেন, ‘‘এটা একটা সাজানো নাটক, যারা এটা বিশ্বাস করে তারা বোকার সাথে বাঁশ করে,জীবনে কখনো দেখিনাই যে রিমান্ডে ভিডিও ভাইরাল হয়, এটা কেন করছে জানেন? তাকে যে রিমান্ডে নামে জামাই আদর করতেছে জনগণ বুঝতে পেরেছে, এজন্য এই ভিডিও টা ছাড়া হয়েছে যে, তাকে রিমান্ডে নিয়ে খুব অত্যাচার করতেছে এটা জনগণকে বোঝানোর জন্য, ধোকা দিয়ে বোকা বানাচ্ছে।’’

মীর মোঃ শামিম হাসান লিখেছেন, ‘‘ওরা ফোন কোথায় পেল? কার সাথে ওরা কথা বলছে কথা বলছে সকল তথ্য বের করে সবাইকে আইনের আওতায় আনতে হবে। আর না হলে তাদের কিছু হবে না তারা দুদিন পরে বের হয়ে আসবে। আরো ৪ গুণ মানুষ হত্যা করবে। ওদের পিছনে কোন অপশক্তি আছে সব কিছু খুঁজে বের করার জন্য আমরা সকলে জোরালো আবেদন করতে পারি। আর না হলে কঠিন আন্দোলন করে মাঠে নেমে যেতে হবে।’’

মোঃ রাইহান লিখেছেন, ‘‘এটা একটা পরিকল্পিত নাটক। আমাদের দেশের ছোট ছোট্ট বাচ্চারা এইসব নাটক করে। এই ...বাচ্চাকে মোবাইলে কথা বলার সুযোগ কে দিলেন আর কার সাথে কথা বলল এদেরকে আইনের আওতায় আনা হউক। দেশে আইন আছে প্রয়োগ না-ই।’’



 

Show all comments
  • Mahbub khan ৪ সেপ্টেম্বর, ২০২০, ৯:২১ পিএম says : 0
    তাকে ফাঁসিতে ঝুলানো উচিত
    Total Reply(0) Reply
  • KamalBinAlam ৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৯ পিএম says : 0
    ওসি কে এখনও কিছু সিনিয়র পুলিশ কর্মকর্তা তাকে অবৈধভাবে সহযোগিতা করতেছে,সেই ঘটনার জন্য পুলিশ বাহিনী কখনও দায় এডিয়ে যেতে পারবেনা, ওসি প্রদিপ হয়তো একদিন পৃথিবী থেকে চলে যাবেে। কিন্তুু ওসি প্রদিপের অপকর্ম কখনও লুকিয়ে রাখা যাবেনা,তাঁর কর্ম কাহিনী বাংলা,হিন্দি সিনেমা-গল্পকেও হার মানিয়েছে এটা সত্যি এটায় বাস্তব,যাহা ভিলেন ও খল-নায়কের ভূমিকা ওসি প্রদিপ । I hate the police in Bangladesh, and if my child grows up, I will tell him to look at the police with disgust . Kamal Bin Alam NAVYHospitalZoneofChattogram ( ব্যাক্তিগত মতামত )
    Total Reply(0) Reply
  • Mohammed Ali ৫ সেপ্টেম্বর, ২০২০, ৭:৩০ এএম says : 0
    আবরার হত্যা ১১ মাস পর chargesheet, এদের chargesheet?
    Total Reply(0) Reply
  • Shahjahan Arnob ৫ সেপ্টেম্বর, ২০২০, ৮:২৮ এএম says : 0
    আইনের প্রকৃত প্রয়োগ করতে পারলেই মেজর সিনহা (অব.) হত্যার আসামীরা সাজা পাবে। অন্যথায় এ হত্যার বিচার প্রত্যাশা করা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই হবে না। ন্যায্য বিচার চাই।
    Total Reply(0) Reply
  • আবু তাহের ৫ সেপ্টেম্বর, ২০২০, ২:২৩ পিএম says : 0
    যেখানে বাহিরের আলো বাতাস নিষেধ, সেখানে মোবাইলে কিভাবে কথা বলে আর ভিডিও কে করল?
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৬ সেপ্টেম্বর, ২০২০, ২:০৫ এএম says : 0
    প্রিজন ভ্যানে বসে মোবাইলে আলাপ এবং সেটা আবার ভিডিও করা হয়েছে কিভাবে এটা প্রিজনে যারা ছিলেন তারা ছাড়া অন্যজনের করা কোনভাবেই সম্ভব নয়। কাজেই এখনে পরিষ্কার বুঝা যাচ্ছে পুলিশ এসব হত্যাকারীদেরকে বাচানোর জন্যে সর্বপ্রকার প্রচেষ্টায় লিপ্ত। পুলিশ এদেরকে রিমান্ডে নিয়েছে ঠিকই কিন্তু জামাই আদর করে তাদের বয়ান নিয়েছে। পুলিশের ক্ষমতা ও দক্ষাতা সবই তারা এখানে প্রদীপ বাবুকে বাচানোর জন্যে করেছে এটা পরিষ্কার রূপে এখানে প্রকাশিত। জনগণ যখন ১০০% বিশ্বাস করেছে যে র্যা ব (RAB) দায়সারা গোছের তদন্ত করে যেনতেন ভাবে তদন্ত প্রতিবেদন জমা দিবে। ঠিক তখনই কোন এক প্রান্ত থেকে জনগণকে বোকা বানানোর জন্যেই এভাবে প্রদীপ বাবু ও লিয়াকত মিয়ার ফোনালাপের ভিডিও ভাইরাল করে বুঝানো হচ্ছে র্যা ব (RAB) কঠিন ভাবেই প্রদীপ বাবুকে রিমান্ডে জিজ্ঞাসা বাদ করেছে। প্রকৃত পক্ষে প্রদীপ বাবুকে কোনভাবেই নাজেহাল করা হয়নি বরং সহযোগিতা করে তাঁকে চুপ চাপ থাকার ব্যাবস্থা করে দেয়া হয়েছে। পূর্বে যে কায়দায় শিপ্রা দেবনাথের লেপ্টপ থেকে নেয়া ছবি উদ্দেশ্য মূলক ভাবে বিতর্কিত পোজে ছবি গুলো ভাইরাল করা হয়েছিল সিনহা হত্যা মামলাকে ভিন্ন খাতে নেয়ার জন্যে ঠিক একই ভাবে র্যা ব (RAB) এর রিমান্ড প্রক্রিয়া সঠিক ছিল প্রমাণ করার জন্যেই এটাও করা হয়েছে বলে নিন্দুকদের মন্তব্য। আল্লাহ্‌র কাছে প্রার্থনা আল্লাহ্‌ যেন র্যা বকে (RAB) তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করার ক্ষমতা প্রদান করুন। আমিন
    Total Reply(0) Reply
  • Md Tarikul islam ৬ সেপ্টেম্বর, ২০২০, ৮:০১ এএম says : 0
    দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই
    Total Reply(0) Reply
  • Jack Ali ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৩ পিএম says : 0
    O'Muslim wake up and obey the order of Allah [SWT] and establish the Law of Allah [SWT] then all the criminal will flee and we will be able to live in our Beloved Country in Peace and with Human Dignity
    Total Reply(0) Reply
  • a aman ৭ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৬ পিএম says : 0
    bangladesh POLICE need mordnization , central command and control centre and professional standard maintening department .
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ