পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নীলফামারীতে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নীলফামারী জেলা সদর লক্ষীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের রামগঞ্জ বাজার হতে বেরুবন্দর বাজার বাইপাস রাস্তার পুটিমারী নামক স্থানে লোক চক্ষুর আড়ালে ফেলে যায় ওই মৃত নবজাতক শিশুটিকে।
সরেজমিনে জানা যায়, গত বুধবার বিকেলে রাস্তার পাশে নীল কাপড়ে জড়ানো সাদা প্লাস্টিকে মোড়ানো নবজাতক শিশুর লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি দ্রæত পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করে নীলফামারী থানা পুুলিশ।
স্থানীয়রা ধারণা করছেন জন্মের পরেই নবজাতককে প্লাস্টিকে মোড়িয়ে ফেলে রেখে যায়। তবে কে বা কারা ফেলেছে সেটির তদন্ত করছে থানা পুলিশ।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মিন্টু হোসেন চেীধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আকাশকুড়ি ওয়ার্ডের পুটিমারী নামক স্থানে রাস্তার পাশে নবজাতক ছেলে শিশুর লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, নীলফামারী সদর থানার (এসআই) এরশাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মৃত নবজাতককে উদ্ধার করে।
বিষয়টি নিয়ে নীলফামারী থানার ওসি কে এম আমিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।