Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিজান-বাছিরের মামলার সাক্ষ্য ১৬ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

ঘুষ লেনদেনের মামলায় সাবেক ডিআইজি মিজানুর রহমান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সংস্থাটির পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে সাক্ষ্য ১৬ সেপ্টেম্বর। এ তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। গতকাল বুধবার মামলার বাদী এবং তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক শেখ মো.ফানাফিল্যাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। এছাড়া মামলার রেকর্ডিং অফিসার সহকারি পরিচালক আবদুল ওয়াদুদও সাক্ষ্য দেন। পরে তাকে জেরা করেন মিজানের আইনজীবী।
মামলায় ১৭ সাক্ষীর মধ্যে যাবত ২ জন সাক্ষ্য দিলেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার থাকাকালে বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীকে গ্রেফতার করানোর অভিযোগ ওঠে ডিআইজি মিজানের বিরুদ্ধে। এছাড়া এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগ মিজানুরের বিরুদ্ধে। এরপর ওই বছরের ২৪ জুন সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মিজানুরের বিরুদ্ধ মামলা করে দুদক। এর অনুসন্ধান কর্মকর্তা ছিলেন পরিচালক খন্দকার এনামুল বাছির। তদন্ত চলাকালে ডিআইজি মিজান অভিযোগ করেন,অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দিতে দুদকের পরিচালক এনামুল বাছির তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এ অভিযোগে পরে মিজান এবং এনামুল বাছিরের বিরুদ্ধেও মামলা করে দুদক। মামলার তদন্ত শেষে গত ১৯ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে চার্জশিট দাখিল করেন দুদত পরিচালক শেখ মো. ফানাফিল্যা। ৯ ফেব্রæয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আসামিদের উপস্থিতিতে এ চার্জশিট গ্রহণ করেন। ১৮ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম আসামিদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করেন। এ সময় দুই আসামি নিজেদের ‘নির্দোষ’ দাবি করেন।
#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ