পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে গতকাল বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রীয় শোক পালনের জন্য বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানেও আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার।
গত সোমবার ভারতের সেনা হাসপাতালে প্রণব মুখর্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১০ অগাস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে থাকার পরে ২০১২ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। তিনি ভারতের ১৩তম প্রেসিডেন্ট।
২০১৯ সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান-‘ভারতরতœ’ দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।