পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা-১৪ আসনের সরকারদলীয় এমপি আসলামুল হকের মালিকানাধীন ‘আরিশা অর্থনৈতিক জোন’ নির্মাণ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে উচ্ছেদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ)র কার্যক্রমের ওপরও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। এমপি আসলামুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে গতকাল বুধবার বিচারতি ওবায়দুল হাসান এবং বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আবেদনটি ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়ে আদালত বলেন,বিষয়টি নিষ্পত্তির আগে আরিশা অর্থনৈতিক জোনের নির্মাণ কার্যক্রম চালানো হলে তা ভেঙে ফেলবে বিআইডবিøউটিএ। বিআইডবিøউটিএ’র পক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। আসলামুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রবিউল ইসলাম বুধূ, সৈয়দ মামুন মাহবুব এবং সগির হোসেন লিয়ন। সগির হোসেন লিয়ন জানান, তুরাগ তীরে আসলামুল হকের মালিকানাধীন আরিশা অর্থনৈতিক জোন নির্মাণ কার্যক্রম এবং তা উচ্ছেদে বিআইডবিøউটিএ’র কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।