Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক দলের নাম ‘মগজ’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

সাংস্কৃতিক ধারার অনুপ্রেরণায় আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল মফস্বল গণতান্ত্রিক জনতা (মগজ)। সাহিত্য-সাংস্কৃতিক ধারার মানুষগুলোই কেবল পৃথিবীতে শান্তি আনতে পারে-এ স্লোগানকে প্রতিপাদ্য করেই এই দলের যাত্রাশুরু। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুকুল পাহাড়ী, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, মহাসচিব নাজমা চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, এটা সত্য যে গণতন্ত্র ও সমাজতন্ত্রের মানুষদের প্রতি সাধারণ মানুষের চিন্তা-ভাবনা এখন বিরক্তকর এবং বিতশ্রদ্ধার মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাই রাজনৈতিক মতবাদ ও সাংস্কৃতিক মতবাদের ভেতর সমন্বয় করে রাষ্ট্র পরিচালনার কৌশল বা নীতি গ্রহণ করা হবে।
পরে দলটির আহবায়ক সদস্য কমিটির নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- নাজমা চৌধুরী, আব্দুল গফুর, জহিরুল ইসলাম সুহাদ, মিমি আরজুমান, দেবজ্যোতি মুখার্জী, মেরিন লায়লা প্রমূখ। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ