Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান সালমা ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ১১:৩১ পিএম

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুর দেড় মাস পর দেশের শীর্ষস্থানীয় এ শিল্পগ্রুপের শীর্ষপদে আসীন হয়েছেন তার স্ত্রী সালমা ইসলাম।

সোমবার যমুনা গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রুপের ৪২টি অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গত ২৩ অগাস্ট সালমা ইসলামকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১৩ জুলাই মারা যান নুরুল ইসলাম বাবুল।

১৯৪৬ সালে জন্ম নেওয়া বাবুল ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তৈরি পোশাক ও টেক্সটাইল, রাসায়নিক, চামড়া, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ, নির্মাণ ও আবাসন খাতে ছড়িয়ে আছে এ গ্রুপের ব্যবসা। ৫০ হাজারের বেশি মানুষ কাজ করছে এই গ্রুপে।

জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলাম এতদিন যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তাদের ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিন মেয়ে- শারিয়াত তাসরিন সোনিয়া, মনিকা নাজনীন ইসলাম এবং সুমাইয়া রোজালিন ইসলাম যমুনা গ্রুপের পরিচালক।

জাতীয় পার্টির নেতা সালমা এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি দৈনিক যুগান্তরের প্রকাশক। ১৯৯১ সাল থেকে তিনি আইন পেশাতেও জড়িত।



 

Show all comments
  • QQQQ ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:২২ এএম says : 0
    Ask them how they buy oil and from where, who handles Bangladeshi oil companies.
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৭ পিএম says : 0
    এডভোকেট সালমা ইসলাম যমুনা গ্রূপের চেয়ারম্যান হিসাবে মনোনীত হওয়ায় আমি তাঁকে আমার ব্যাক্তিগত অভিনন্দন জানাই। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মেয়ে এই সালমা ইসলাম তাঁর স্বামী প্রয়াত বাবুল সাহেব এলাকাবাসীকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমি আশাকরবো সালমা ইসলাম সেইভাবেই এলাকাবাসীর অভিভাবক হয়ে থাকবেন।
    Total Reply(0) Reply
  • মোঃ রুহুল আমিন বাবু ২০ সেপ্টেম্বর, ২০২০, ৬:৩৬ পিএম says : 0
    আমি যমুনা গ্রুপের সাথে ব্যবসা করতে ইচ্ছুক কার সাথে যোগাযোগ করতে হবে দয়া করে জানাবেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ