Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বিএনপি নয়াপল্টনে রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটা মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেনশনে থাকে। আতঙ্কে থাকে কোনো দিক দিয়ে যদি জনগণের বিস্ফোরণ হয়ে যায়। ভোটকেন্দ্রে যদি জনগণের একটা ফ্লো তৈরি হয়ে যায় তাহলে উনারা তো টিকতে পারবেন না। সেই কারণে রাষ্ট্রযন্ত্রকে তারা সর্বোচ্চ প্রয়োগ করে এবং কখনো কখনো সেটাতো স্বস্তি না পেয়ে পার্সোনালি শারীরিকভাবে আঘাত করে।

গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান হাবিব মনোনয়ন ফরম জমা দেয়ার সময় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আমাদের চিরাচারিত ভোট, নির্বাচন, গণতন্ত্র এটা পাল্টে দিয়েছেন। এখন তো দিনের ভোট রাত্রে হয়। ভোটাররা তো সেখানে যান না। নির্বাচনের দিন সেখানে বিচরণ করে চতুষ্পদি প্রাণী। এগুলোর ঐতিহ্য তৈরি করেছে আওয়ামী লীগ। পাবনাতে কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেটা বলা খুব মুশকিল।
এসময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনে বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহীম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ