পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কলাবাগান থেকে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এক কিশোর বাসা থেকে নিরুদ্দেশ হয়েছে। তার নাম তাহসিন মজুমদার (১৩)। সে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনে পড়তো। গতকাল ভোরে সে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে সে একটি চিরকুটে লিখে যায় ‘আমি সাত বছর পর ফিরে আসবো, আমার মায়ের যত্ম নিও’। তার বাবা ব্যবসায়ী নুরুজ্জামান স্বপন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান, বিষয়টি অনুসন্ধান করছি। জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে সে ঘর ছেড়েছে কিনা এখনও নিশ্চিত নই। বিষয়টি অন্যান্য সংস্থাকেও জানানো হয়েছে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছেলেটির বিষয়ে খোঁজ-খবর করছি। এখন পর্যন্ত টেরোরিজম রিলেটেড কোনও কানেকশন পাওয়া যায়নি। তার অবস্থান জানার চেষ্টা করছি। প্রযুক্তির সহায়তায় সর্বশেষ গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পান্থপথের স্কয়ার হাসপাতালের কাছে তার অবস্থান ছিল বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।