Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সি আর দত্তের শেষকৃত্য আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের শেষকৃত্য আজ অনুষ্ঠিত হবে। এর আগে সকাল সাতটায় তার লাশ নেয়া হবে বনানী ডিওএইচএসের বাসায়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে দুপুরে নেয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর বরদেশ্বরী কালীমাতা মন্দিরে নেয়ার পর দেয়া হবে গার্ড অব অনার ও গান স্যালুট। এরপর তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।
সি আর দত্তের ছেলে চিরঞ্জীব দত্ত জানান, আমেরিকা থেকে সি আর দত্তের লাশ গতকাল দেশে পৌঁছেছে। এমিরেটসের একটি ফ্লাইটে তার লাশ ঢাকায় আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি আর দত্তের লাশ গ্রহণ করেন ছেলে ডা. চিরঞ্জীব দত্ত ও মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্ত। এরপর সেনাবাহিনীর তত্ত¡াবধানে নেয়া হয় সিএমএইচের হিমঘরে। মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টর কমান্ডার চিত্ত রঞ্জন দত্ত গত ২৫ আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ