Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রাইভেটকারের ধাক্কায় ফ্লাইওভার থেকে পড়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ৭:০৪ পিএম

প্রাইভেটকারের ধাক্কায় রাজধানীর জুরাইন ফ্লাইওভার থেকে নিচে পড়ে আপন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন নীলফামারীর কিশোর গঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় থাকতেন।

আপনের সহকর্মী সাগর ইসলাম জানান, তাদের বাড়ি একই উপজেলায়। আপন গ্রামের স্কুলে পড়াশোনা করতো। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত দু’দিন আগে ঢাকায় এসে শ্রমিকের কাজ নেয়। রোববার সকাল থেকে ঢাকা-মাওয়া রোডের জুরাইনে রাস্তার কাজ করছিল। এরপর বিকেলে ফ্লাইওভারের উপরে কাজ করছিল। এমন সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে আপন ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ