Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা এলাকায় থ্রিজি-ফোরজি সেবা চালু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

এক বছর বন্ধ রাখার পর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুনরায় থ্রিজি-ফোরজি মোবাইল সেবা চালু করেছে অপারেটরগুলো। শুক্রবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নির্দেশনার পর এ সেবা শুরু করেছে অপারেটরগুলো। রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, শুক্রবার নির্দেশনা পাওয়ার পরপরই এ সেবা দেওয়া শুরু হয়।

একাধিক অপারেটর জানায়, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গত বছর থ্রিজি-ফোরজি সেবা বন্ধ করার সময় সে এলাকায় অপারেটরগুলোর গ্রাহক ছিল প্রায় সাড়ে তিন লাখ। চালুর পর থ্রিজি-ফোরজি গ্রাহক সংখ্যা কী পরিমাণ দাঁড়াবে, তা কিছুদিন পর জানা যাবে। গত বছর ১০ সেপ্টেম্বর বিটিআরসির নির্দেশনায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় থ্রিজি ও ফোরজি সেবা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে মোবাইল ফোন অপারেটরগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ