Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতা মুফতি জুনায়েদ গুলজারের দল থেকে পদত্যাগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৬:০৮ পিএম

ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব, খেলাফতে ইসলামীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী যুব খেলাফতের কেন্দ্রিয় সেক্রেটারী মুফতি মুহাম্মদ জুনায়েদ গুলজার ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ শনিবার দলের সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এখন থেকে এ সকল দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তিনি অবসর নিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও খেলাফতে ইসলামী বাংলাদেশ এর চেয়ারম্যানের কাছে লিখিতভাবে এ পদত্যাগ পত্র পেশ করেন।
মুফতী ফজলুল হক আমিনী (রহ.) এর প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র মোর্চার প্রতিষ্ঠাকালীন আহবায়ক সর্বপ্রথম পূর্ণাঙ্গ কমিটির সেক্রেটারী জেনারেল পরবর্তিতে সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন মুফতি জুনায়েদ গুলজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ