পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারত থেকে পাওয়া ১০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এর মধ্যে তিনটি চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় প্রতিটি লোকোমোটিভের আলাদাভাবে কার্যকারিতা পরীক্ষা ও ট্রায়াল রান শেষে চলাচলের জন্য তিনটি লোকোমোটিভ প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। ভারত থেকে পাওয়া এসব লোকোমোটিভকে বাংলাদেশের লোকোমোটিভের আদলে নতুন করে রঙ পরিবর্তন করা হয়েছে এবং লোকোমোটিভের গায়ে লেখা হয়েছে ‘ভারত সরকারের উপহার’।
রেলওয়ে সূত্র জানায়, ভারতের ১০টি ব্রডগেজ লোকমোটিভের মধ্যে সকল কাজ শেষে আজ শনিবার ৩টি লোকোমোটিভ পাকশী বিভাগকে হস্তান্তর করা হবে। এজন্য রেলওয়ের পশ্চিমাঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তারা পার্বতীপুরে অবস্থান করছেন।
পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা সূত্র জানায়, কারখানায় আসা ভারতীয় এসব লোকোমোটিভের প্রতিটিকে আলাদাভাবে পুরো ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা করা হয়। যে লোকোমোটিভের কার্যকারিতা ভালো থাকে তাকে চলাচলের জন্য দিয়ে দেওয়া হয়। আর যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করে সেটিকেও চলার জন্য অনুমোদন দেওয়া হয়। কারখান কর্তৃপক্ষ জানিায়, ভারতীয় সব লোকোমোটিভ প্রায় একই কন্ডিশনের এবং ভালো। এসব ইঞ্জিনের হর্স পাওয়ার ৩১০০- ৩২০০। কোন রুটে এসব লোকোমোটিভগুলো চলতে পারে জানতে চাইলে পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই-লোকো) আশীষ কুমার মন্ডল বলেন, লোকোমোটিভগুলো বর্তমানে পার্বতীপুর কারখানায় আছে। সেখানে ইঞ্জিনগুলোর কিছু কাজ করা হয়েছে যেমন রঙ, লেখা এসব। লোকোমোটিভগুলো আগে থেকেই চলাচলের উপযোগী ছিলো। শনিবার তিনটা লোকোমোটিভ আমাদের হ্যান্ডওভার করারা কথা রয়েছে। আমরা বুঝে পাওয়ার পরে এসব ইঞ্জিন দিয়ে মালবাহী ট্রেন চালানোর একটা প্রথমিক সিদ্ধান্ত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।