পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জঙ্গি গোষ্ঠীর সাথে অর্থ লেনদেনে জড়িত থাকায় রাজধানীতে নব্য জেএমবির এক সিনিয়র নেতাকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ। গত বৃহস্পতিবার রাতে সবুজবাগ থানার পূর্ব বাসাবো থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিব্বির আহমেদের (২২) কাছ থেকে মোবাইল ফোন, উগ্র মতবাদের বই এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি ওয়ালিদ হোসেন জানান, নব্য জেএমবির এক সময়ের আমির মুসার সাথে শিব্বিরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মুসা মারা যাওয়ার পর শিব্বির কিছুদিন নিস্ক্রিয় ছিল। পরে প্রায় দুই বছর আগে অনলাইনের বিভিন্ন আইডি ব্যবহার করে আইএস অনুপ্রাণিত বিভিন্ন বিদেশি জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করে সে। এর মধ্যে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আফগানিস্তানসহ কয়েকটি দেশে আইএস অনুপ্রাণিত সদস্যদের সাথে যোগাযোগ রেখে শিব্বির দেশে নব্য জেএমবিকে ফের সংগঠিত করার চেষ্টা করছিল। সেজন্য সে বিদেশের বিভিন্ন নাগরিকের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করছিল।
তিনি আরো জানান, দেশে নাশকতামূলক কাজ করার লক্ষ্য নিয়ে বিভিন্ন দেশের নাগরিকদের কাছ থেকে শিব্বিরের অর্থ সংগ্রহের বেশ কিছু প্রমাণও পাওয়া গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ঢাকার বাসাবো সাইদিয়া দাখিল মাদরাসা থেকে ২০১৭ সালে দাখিল পাস করার পর বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন ও সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন শিব্বির আহমেদ। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।