Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবাইকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে-খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ৬:৪২ পিএম

খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ বলেছেন, সবাইকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। করোনা দুর্যোগ ও বন্যার কারণে লক্ষ লক্ষ মানুষ অভাবগ্রস্ত হয়ে পরেছে। রাষ্ট্রের পক্ষ থেকে দেশের নাগরিকরা যে উপকার ও সেবা পাওয়ার কথা আজকে সীমাহীন দুর্নীতির কারণে নাগরিকরা তা থেকে বঞ্চিত। তাই সামর্থ্যবানদের ত্রাণ সহায়তা নিয়ে এসব অভাবী মানুষের পাশে দাঁড়াতে হবে। যার যতটুকু সামর্থ রয়েছে ততটুকু নিয়েই ময়দানে নামতে হবে। আর্তমানবতার সেবা হচ্ছে ইসলামের একটি বিরাট শিক্ষা। খেলাফত মজলিস ঢাকা ময়মনসিংহ বিভাগের সদস্যদের এক ভার্চুয়াল তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ শুক্রবার সকাল ৯টা থেকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তী মজলিসে অন্যান্যের আলোচনা ও বক্তব্য পেশ করেন সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদবক ডা: এস এম মোসাদ্দেক, এবিএম সিরাজুল মামুন, বোরহান উদ্দিন সিদ্দিকী, ডা: রিফাত হোসনে মালিক, অধ্যাপক মাওলানা আজীজুল হক, মুফতি সাইয়্যেদুর রহমান, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, মুফতি আবদুল হক আমিনী প্রমুখ।
এ ভার্চুয়াল তরবিয়তী মজলিসে খেলাফত মজলিসের ঢাকা ও ময়মনসিংহ বিভাগ ও বৃহত্তর কুমিল্লা জোনের বিভিন্ন শাখার সদস্যগণ ডেলিগেট হিসেবে সংযুক্ত ছিলেন। এ ভার্চুয়াল তরবিয়তী মজলিস আগামীকাল শনিবার সকাল ৯টায় আবার শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ