Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালের সামনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইয়াসমিন আক্তার (৪২) নামে এক কিডনি রোগী নিহত হয়েছেন। গতকাল ভোর ৬টায় দিকে মার্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। তিনি একজন কিডনি রোগী। গতকাল ডায়ালাইসিস করার জন্য গণস্বাস্থ্য ইনস্টিটিউটে আসেন।

ধানমন্ডি থানার ওসি মো. ইকরাম আলী মিয়া জানান, গতকাল ভোরে গণস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখন দ্রæতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পরপরই অটোরিকশাটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে, গতকাল ভোরে কাঁঠালবাগানে এরশাদ আনোয়ার (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া সকাল ১০টার দিকে জুরাইনের আলমাছ হোসেন (৪৮) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পরে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, গতকাল লাশগুলোর ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ