Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় দফা বঙ্গবন্ধুর নিজের চিন্তার ফসল: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ১:৩৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছয় দফা প্রণয়নটা অনেকে অনেকভাবে বলতে চায়-এর পরামর্শ ওর পরামর্শ। কিন্তু আমি নিজে জানি, এটা সম্পূর্ণ বঙ্গবন্ধুর নিজের চিন্তার ফসল।

আজ বুধবার (২৬ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাকে যখন গ্রেফতার করা হলো, আটান্ন (১৯৫৮) সালে, তিনি ঊনষাট সালের সতেরই ডিসেম্বর মুক্তি পান। সে সময় রাজনীতি নিষিদ্ধ। ঢাকার বাইরে যেতে পারতেন না, সম্পূর্ণ নিষিদ্ধ। তখন তিনি চাকরি নিলেন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে। তাজউদ্দীন সাহেব মুক্তি পেয়ে একটা চাকরি নিয়ে চলে গিয়েছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লাতে। বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে গিয়ে তাজউদ্দীন সাহেবকে নিয়ে আসলেন এবং তার ইন্স্যুরেন্সের চাকরি দিলেন। মোহাম্মদ হানিফ, তাকেও কিন্তু আলফা ইন্স্যুরেন্সে চাকরি দিলেন তার পিএ (ব্যক্তিগত সহকারী) হিসেবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সবসময় নিজে বসে বসে চিন্তা করতেন, নিজেই লিখতেন এবং হানিফকে দিয়ে এটা টাইপ করাতেন। এখানে শুধুমাত্র হানিফ জানত, সেই টাইপ করেছিল। এছাড়া কিন্তু আর কারো জানার ছিল না। কাজেই এটা (ছয় দফা) সম্পূর্ণ তার নিজের চিন্তা থেকে করা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি যখন লাহোরে যান, লাহোরে গিয়ে এটা পেশ করার চেষ্টা করেন, সেখানে প্রচণ্ড বাধা আসে। বাধা পাওয়ার পর তিনি ওখানেই একটা সাংবাদিক সম্মেলন করে তাদের কাছে এটা তুলে ধরেন। তারপর ওরা আরও ক্ষিপ্ত হয়ে যায়।’

বঙ্গবন্ধুর ছয় দফা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার বিভিন্ন উদ্যোগের একটি পর্যায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যে আজকে স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমাদের আত্মপরিচয় সুযোগ হয়েছে, আত্মমর্যাদার সুযোগ হয়েছে, এই সুযোগটা যিনি এনে দিয়েছিলেন এবং কীভাবে তিনি দিয়েছিলেন তারই একটি পর্যায় হচ্ছে এই ছয় দফা।’



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৬ আগস্ট, ২০২০, ৩:২১ পিএম says : 0
    ৬দফা বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা ১৯৬৬ সালের৫/৬ ফ্রেরুয়ারীর পাকিস্তানের লাহোরে বিরোধী দলের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬দফা দাবী করেন। ৬ই ফ্রেরুয়ারী পত্রিকায় বঙ্গবন্ধু কে বিচিন্নতাবাদী হিসাবে চিত্রাযিত করেন। তেজোদীপ্ত বাঙ্গালীর সাহসী সন্তান ৬তারিখের সম্মেলন বর্জন করেন।১৯৬৬সালের ৭ইজুন ৬দফার দাবীর তীব্র আন্দোলনে হরতালে ১১জন বাঙ্গালী শহীদ হন। ঐ শহীদের রক্তের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের শুরু করেন। বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়ন অগ্রগতির মাঝে বঙ্গবন্ধু কন‍্যা আজ বিশ্ব নেতা দক্ষিণ এশিয়াই প্রভাবশালী লৌহ মানবী আবার মানবতার কল‍্যানে আন্তর্জাতিক ভাবে বিশ্ব মানবতার মা জননী। মহামারীতে আক্রান্ত বিশ্বের দক্ষ বিচক্ষন রাষ্ট্র প্রধানের মাঝে সাহসী সংগ্রামী মা। আমরা বাংলাদেশের মানুষ মহান নেতা বঙ্গবন্ধুর ক্ষুদা দারিদ্র মুক্তির সংগ্রাম পেরিয়ে বিশ্ব নতুন অর্থনৈতিক পরাশক্তির দিকে এগিয়ে যাচ্ছি। আজ চট্টগ্রামের মাঠিতে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরীর মত বঙ্গবন্ধুর আদশ‍্যের নবাগত দক্ষ সিপাহ সালার নগর প্রশাসক খোরশেদ আলম সুজনের মত দক্ষ পরিশ্রমী সৎ মানবিক রাজনৈতিক নেতা ৬৪জেলায় থাকতো বাংলাদেশ দক্ষিণ এশিয়াই জাপান কে পিছনে পেলতো। ৬৬সালের ৬দফা বঙ্গবন্ধুর চিন্তার ফসল সত‍্য।মাননীয় প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ