Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টে আগাম জামিন ৭৭ আসামির

টেটা যুদ্ধে নিহত এক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

টেটা যুদ্ধে নিহত হয়েছিলেন এক জন। এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ৭৭জন। গতকাল মঙ্গলবার প্রত্যেকের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ মো.জাকির হোসেন এবং বিচারপতি জাহিদ সরওয়ার কাজলের ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ এবং আব্দুস সাত্তার পালোয়ান। এ বিষয়ে আব্দুস সাত্তার পালোয়ান বলেন, হবিগঞ্জের নবীগঞ্জের সরকারি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের টেঁটা যুদ্ধ হয়। ওই যুদ্ধে নিহত হন জহির আলী (৯৫) । আহত হন অর্ধশত। নামের এক ব্যক্তি সংঘর্ষের পর পুলিশের অভিযানে পুরুষ শূন্য হয়ে পড়ে দুই গ্রাম। এ ঘটনায় গত ১৭ জুলাই নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত জহির আলীর ছেলে আরছ আলী। মামলায় আব্দুল হাদী ও কাওসারসহ ৯২ জনকে আসামি করা হয়। তার মধ্যে গত ১৭ আগস্ট আগাম জামিন প্রার্থনা করেন ৮৮ আসামি। তবে হত্যার সাথে সরাসরি জড়িত থাকায় ৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। বাকি ৭৭ জনের আগাম জামিন মঞ্জুর করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ