Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে তিন প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ১১:৫৪ পিএম

রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের পরিষেবা বিকাশের মাধ্যমে প্রতারণা করতো।

গ্রেফতাররা হলেন- ইমাম হোসেন পলাশ (২৭) আল আমিন (৩০) ও রেজাউল ইসলাম শান্ত (২৪)।

সোমবার (২৪ আগস্ট) রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান জানান, উত্তর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও একটি মোটর ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা সংঘবদ্ধ মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সক্রিয় সদস্য। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ