পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরবাসীর সমস্যা, দুর্ভোগ আর অভিযোগের কথা শুনতে স্কুটি চড়ে নগর পরিভ্রমণ শুরু করেছেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন। সমস্যার তাৎক্ষণিক সমাধানও দিয়েছেন। তার সাথে ছিলেন চসিকের বিভাগীয় প্রধানদের নেতৃত্বে বিশেষ টিমও।
প্রশাসকের দায়িত্ব গ্রহণের ১৯ দিনের মাথায় গতকাল সোমবার নগরীর বহদ্দারহাট মোড় থেকে তিনি শুরু করেন ব্যতিক্রমী এই কর্মসূচি- ‘নগরসেবায় ক্যারাভান’। এসময় এলাকার মানুষ রাস্তায় নেমে আসেন। নগর ভবন থেকে স্কুটি চালিয়েই বহদ্দারহাটে আসেন তিনি। এসময় তার সঙ্গে কোনো নিরাপত্তার টিম ছিল না। বহদ্দারহাট মোড় থেকে স্কুটিযোগে তিনি পাঁচ কিলোমিটার দূরে কাপ্তাই রাস্তার মাথা যান। এসময় সড়কে খানাখন্দ, বর্জ্য পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক এর সমাধানের নির্দেশ দেন। কর্মসূচির শুরুতে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার মেয়াদ নির্দিষ্ট। সময় বেশি নেই। এক মিনিটও ঘরে বসে থাকতে চাই না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।