Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে একদিনে সুস্থ ৫৩১ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে একদিনে করোনামুক্ত হলেন ৫৩১ জন। হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়েছেন। এটি এ পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থতার সর্বোচ্চ রের্কড। এ নিয়ে গতকাল সোমবার পর্যন্ত মোট সুস্থ ১১ হাজার ৯২৯ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বেশির ভাগ রোগী বাসায় থেকে সুস্থ হয়ে উঠছেন। সুস্থতার হার ৭২ শতাংশ। নতুন করে ১০৫ জনসহ আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ শতাংশ। মারা গেছেন আরো দুই জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ২৬৫।
সরকারি হাসপাতালে ১৭২ জন এবং বাসায় আইসোলেশনে আছেন ৭৬৫ জন। বেসরকারি হাসপাতালে করোনা রোগী আছেন ৮০ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৪৫ জন। আইসিইউতে আছেন ৩১ জন। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ এপ্রিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ