Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাট খাতকে নতুন করে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, বাস্তবতার আঙ্গিকে ব্যবসায়িক ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির মাধ্যমে পাট খাতকে নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বিজেএমসির পাটকলগুলো পুনরায় চালু করার প্রক্রিয়াও চলছে। চিটাগাং চেম্বারের উদ্যোগে শনিবার রাতে করোনা পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ধারাবাহিক আলোচনার বিশেষ পর্বে ‘পাট শিল্প : সম্ভাবনার বাস্তব রূপায়ণ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম অন্যতম প্রধান রফতানি পণ্য পাটের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জেডিপিসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম, জনতা জুট মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক, ঢাকা চেম্বারের পরিচালক রাশেদুল করিম মুন্না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ