Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্য আন্দোলন নেতা সাখাওয়াতের ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৬:০৭ পিএম

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামিক নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক এস এম সাখাওয়াত হোসাইনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী। আজ সোমবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, মরহুম সাখাওয়াত হোসাইন ছিলেন সৎ সাহসী, নির্লোভ, নির্ভীক ও বিচক্ষণ রাজনীতিবিদ। ইসলামি মিডিয়া এবং ইসলামি রাজনীতির অঙ্গনে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। আন্দোলনে সংগ্রামে সবার আগে রাজপথে থাকতেন এস এম সাখাওয়াত হোসাইন। বহু প্রতিভার অধিকারী হাস্যোজ্জ্বল সাখাওয়াত ছিলেন সুন্দর মার্জিত ব্যবহারের এক বিরল দৃষ্টান্ত। ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় তাঁর অপরিসীম ত্যাগ ও কোরবানি জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে জাতি একজন স্বচ্চ ইসলামী রাজনীতিবিদকে হারালো। আমরা মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কামনা এবং তাঁর এতিম সন্তানদ্বয়সহ শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ